রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
অভিবাসন ইস্যু

বেলারুশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

বেলারুশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

পোল্যান্ড, লিথুনিয়ায় ঢোকার আকাক্সক্ষায় বেলারুশ সীমান্তে হাজির হওয়া কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশীকে ঘিরে যে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে যুক্তরাষ্ট্র গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিযোগ, বেলারুশ অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ড, লিথুনিয়া দিয়ে ইইউতে ঢোকার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়েছে, নিজেদের ভূখন্ড ব্যবহার করতে দিয়েছে। মিনস্ক শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘আমরা মনে করছি, এটি খুবই উদ্বেগের বিষয়। আমাদের উদ্বেগের কথা আমরা রাশিয়াকে জানিয়েছি, বেলারুশকে জানিয়েছি,’ অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডের উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইইউর ভাষ্য, বেলারুশ তাদের ২৭ দেশের জোটকে অস্থিতিশীল করতে ‘হাইব্রিড আক্রমণ’ চালানোর কথা ভাবছে, তারই অংশ হিসেবে যুদ্ধবিধ্বস্ত এলাকগুলো থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীকে উড়িয়ে বেলারুশ সীমান্তে এনে জড়ো করা হয়েছে এবং তাদেরকে সীমান্ত টপকে ইইউতে অবৈধভাবে ঢুকতে উৎসাহ দিচ্ছে। বেলারুশ সীমান্তে অবস্থান করা অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ইরাক ও আফগানিস্তানের মতো দেশগুলো থেকে এসেছেন।

সর্বশেষ খবর