বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
গোপন তথ্য ফাঁস

আফগান বিমান বাহিনীকে অক্ষম করে রেখেছিল আমেরিকা!

আফগান বিমান বাহিনীকে অক্ষম করে রেখেছিল আমেরিকা!

বাগরামে বিশাল বিমান ঘাঁটি নির্মাণ করলেও এটি পরিচালনার জন্য আফগান বিমান বাহিনীকে কখনই সক্ষম করে তুলতে চায়নি আমেরিকা। তারা এটিকে ইচ্ছাকৃত অক্ষম করে রেখেছিল। গোপন থাকা এই তথ্য গতকাল ফাঁস করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেস (এপি)। সূত্র : পার্স টুডে।

খবরে বলা হয়, আমেরিকার একটি পর্যবেক্ষণ সংস্থা আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের আগেই এই বলে হুঁশিয়ার করে দিয়েছিল যে, পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হলে আফগান বিমান বাহিনীর সক্ষমতা ধসে পড়বে। আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ ইন্সপেক্টর জেনারেল জন সুপকো ২০২১ সালের জানুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে এক চিঠি দিয়ে সতর্ক করেছিলেন যে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হলে আফগান বিমান বাহিনীর পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে না। খবরে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আফগান বিমান বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ না দেওয়ার কারণে এই বাহিনী শেষ দিন পর্যন্ত তাদের যুদ্ধবিমানগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মার্কিন ঠিকাদারদের ওপর নির্ভরশীল ছিল। তালেবানের বিরুদ্ধে গত ২০ বছরের যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর সহযোগিতা কাবুল সরকারকে যথেষ্ট শক্তি জুগিয়েছে। কিন্তু ওই সহযোগিতা বন্ধ করার পাশাপাশি আফগান বিমান বাহিনীকে সক্ষম করে গড়ে না তোলার কারণে ২০২১ সালের আগস্ট মাসে ক্ষিপ্র গতিতে তালেবান গোটা আফগানিস্তানের দখল নেয়। প্রসঙ্গত, এপি এমন সময় এ খবর দিল যখন ওয়াশিংটন দাবি করেছে, ২০০১ সালে সহযোগী দেশগুলোকে নিয়ে আফগানিস্তান দখল করার পর থেকে গত ২০ বছরে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর কাজে আমেরিকা প্রায় ১ ট্রিলিয়ন ডলার অর্থ খরচ করেছে। এ ছাড়া ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর দেশটির পুনর্গঠন কাজে খরচ হয়েছে ১৪৫ বিলিয়ন ডলার এবং আফগানিস্তানের সামরিক বাহিনীর পুনর্গঠন ও শক্তিশালী করার কাজে আরও সাড়ে ৮ বিলিয়ন ডলার খরচ হয়েছে।

সর্বশেষ খবর