সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

পেলোসি তাইওয়ান সফরে এলে সামরিক পদক্ষেপ নিতে পারে চীন

পেলোসি তাইওয়ান সফরে এলে সামরিক পদক্ষেপ নিতে পারে চীন

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামী মাসে তার এ সফর করার কথা রয়েছে। এ নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে কঠোর প্রাইভেট সতর্কতা দিয়েছে চীন। এ বিষয়ে জানেন এমন ছয়জনের সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, এর আগে যুক্তরাষ্ট্রকে বেইজিং যত কড়া সতর্কতা বা হুমকি দিয়েছে, এবারের সতর্কতা তার চেয়েও কড়া। রয়টার্স বলছে এ হুমকির মধ্যে সম্ভাব্য সামরিক জবাব দেওয়ার কথা বলা হয়েছে। তবে এ রিপোর্টের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এদিকে যুক্তরাষ্ট্র বলছে পেলোসির সফর নিয়ে তাইওয়ানের ওপর নো ফ্লাইজোন প্রতিষ্ঠা করতে পারে। চীন এই পদক্ষেপ নিলে স্পিকার পেলোসির সফর গোলমেলে অবস্থার মধ্যে পড়তে পারে।

দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি জানিয়ে আসছে চীন। সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে চীনের দাবি মেনে নিতে তাইওয়ানের চারপাশে সামরিক কর্মকান্ড বৃদ্ধি করেছে চীন। জবাবে তাইওয়ানের সরকার বলেছে, এই দ্বীপরাষ্ট্রের ২ কোটি ৩০ লাখ মানুষই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তবে যদি আক্রান্ত হয়, তাহলে তাদের আত্মরক্ষার অধিকার আছে।

সর্বশেষ খবর