শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বন্যায় পাকিস্তানে সহস্রাধিক মৃত্যু

আফগানিস্তানে প্রাণহানি ২ শতাধিক

বন্যায় পাকিস্তানে সহস্রাধিক মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জাফরাবাদ জেলায় প্রবল বন্যায় আটকে পড়া শিশুদের উদ্ধার করে একটি বড় পাতিলে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি -এএফপি

ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান ও প্রতিবেশী দেশ আফগানিস্তান। এরই মধ্যে পাকিস্তানে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এরপর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ছাড়া আফগানিস্তানেও মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

খবরে বলা হয়, দুর্যোগকবলিত এলাকার ৩ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার একে জলবায়ু সংকট উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জরুরি’ অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের অবস্থা খুবই নাজুক। পানিতে তলিয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমি। জাতীয় দুর্যোগব্যবস্থা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর তথ্য অনুযায়ী, গত ১৪ জুন থেকে শুরু হওয়া বন্যায় শুধু সিন্ধু প্রদেশেই তিন শতাধিক মানুষ মারা গেছেন। বেলুচিস্তানে মারা গেছেন ২৩৪ জন। খাইবার পাখতুনখোয়ায় ১৮৫ এবং পাঞ্জাবে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আজাদ জম্মু-কাশ্মিরে বন্যার কবলে ৩৭ জনের প্রাণহানি হয়েছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গিলগিট-বালতিস্তান থেকেও মৃত্যুর খবর আসছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব দেশের বন্যা পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে উল্লেখ করেন। সরকার উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।

আফগানিস্তানে মৃত্যু দুই শতাধিক : আফগানিস্তানে চলতি আগস্ট মাসের বন্যায় অন্তত দুই শতাধিক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও আড়াই শতাধিক ব্যক্তি এবং অন্তত ৩ হাজার ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ খবর জানিয়ে বলেছেন, হাজার হাজার গবাদিপশু বন্যার পানির তোড়ে ভেসে গছে। তিনি বলেন, দুর্গত এলাকাগুলোতে সরকার পুরোদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে বন্যায় দুর্গতাদের সাহায্যে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের সাহায্য চাওয়া হয়েছে।

আফগানিস্তানের মধ্য ও পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে চলতি আগস্ট মাসের মাঝামাঝি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পারওয়ান প্রদেশ। রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পারওয়ান প্রদেশে ভারী বর্ষণ হয় এবং দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় নদী ও খালগুলো উপচে পড়ে। বন্যায় আরও যেসব প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের মধ্যে রয়েছে কাপিসা, পাঞ্চশির ও নানগারহার।

 

সর্বশেষ খবর