বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিশ্বের প্রবীণতম নারীর প্রয়াণ

বিশ্বের প্রবীণতম নারীর প্রয়াণ

দাবি করা হচ্ছে এতদিন তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী। তার বয়স হয়েছিল ১১৮ বছর। মঙ্গলবার তিনি দক্ষিণ ফরাসি শহর টউলনের সেন্ট-ক্যাথরিন-লাবোর নার্সিংহোমে ঘুমের মধ্যেই মারা যান। তার নাম লুসিল র‌্যান্ডন।

লুসিল ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। জেরোনটলজি রিসার্স গ্রুপের (জিআরজি) করা তালিকা অনুসারে, লুসিল ছিলেন বিশ্বের সব থেকে বয়স্ক জীবিত ব্যক্তি। এ সংস্থাটি শতবর্ষীদের তালিকা প্রণয়ন করে। লুসিলের আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন জাপানের কেন তানাকা। তিনি ২০২২ সালে ১১৯ বছর বয়সে মারা যান।

১৯৩৯-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু সময় লুসিল ছিলেন ৩৫ বছরের তরুণী। যুদ্ধের বছরগুলোতে অনাথ শিশুদের দেখভাল করতেন তিনি। এ সময় থেকেই লুসিল সিস্টার আন্দ্রে নামে পরিচিতি পান। যুদ্ধ শেষ হওয়ার পরও দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে এ কাজ চালিয়ে যান লুসিল। জীবনের শেষ লগ্নে এসে সন্ন্যাস গ্রহণ করেন তিনি।

সর্বশেষ খবর