শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গ্রিনল্যান্ডে তাপমাত্রা বাড়ছে

গ্রিনল্যান্ডে তাপমাত্রা বাড়ছে

উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ডে তাপমাত্রা বাড়ছে। গত ১ হাজার বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার হদিস মিলেছে। এ ছাড়া ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সেখানে তাপমাত্রা গড়ে দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বিজ্ঞান জার্নাল ‘ন্যাচার’-এ প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। সর্বশেষ ২০২২ সালের এক রিপোর্টে বলা হয়, বিশ্বের তাপমাত্রা এখন প্রাক-শিল্পায়নের যুগের চেয়ে ১ দশমিক ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে। এমনকি গত আট বছর ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর।  নতুন গবেষণায় দাবি করা হয় ১ হাজার বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়ে পড়েছে গ্রিনল্যান্ড, যা বিশ্বে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরছে। গ্রিনল্যান্ডের হিমবাহের একেবারে অভ্যন্তরের বরফ নিয়ে করা গবেষণা বলছে, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের স্পষ্ট নিদর্শন’ এই তাপমাত্রা বৃদ্ধি।

সর্বশেষ খবর