শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতের নোটিস

ভারত ১৯৬০ সালের সেপ্টেম্বরের সিন্ধু নদের পানিচুক্তি সংশোধনের বিষয়ে পাকিস্তানকে নোটিস পাঠিয়েছে। ভারতের অভিযোগ পাকিস্তানের কর্মকান্ড  সিন্ধু চুক্তির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এ কারণে ভারত নোটিশ দিতে বাধ্য হয়েছে। ভারত বলছে, এ নোটিশের উদ্দেশ্য হলো সিন্ধুর পানিচুক্তি লঙ্ঘন সংশোধন করার জন্য পাকিস্তানকে ৯০ দিনের মধ্যে আন্তসরকারি আলোচনায় প্রবেশের সুযোগ দেওয়া। এ প্রক্রিয়াটি চুক্তিকেও হালনাগাদ করবে কারণ গত ৬২ বছরে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। পারস্পরিক সম্মতিক্রমে এগিয়ে যাওয়ার জন্য ভারতের বারবার প্রচেষ্টা সত্ত্বেও, পাকিস্তান ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত স্থায়ী সিন্ধু কমিশনের পাঁচটি বৈঠকের সময় বিষয়টি নিয়ে আলোচনা করতে অস্বীকার করে। বিষয়টি পরে হস্তক্ষেপ করে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক আদালত।

সিন্ধু পানিচুক্তি কী? সিন্ধু পানিচুক্তির বিধান অনুসারে, সুতলজ, বিয়াস এবং রাবির নদীর পানি ভারতকে এবং সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানি পাকিস্তানকে দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তান নয় বছরের আলোচনার পর ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর সিন্ধু পানিচুক্তি স্বাক্ষর করে, যেখানে বিশ্বব্যাংকও স্বাক্ষরকারী। দুই দেশের ওয়াটার কমিশনাররা বছরে দুবার মিলিত হন এবং প্রকল্পের সাইট এবং গুরুত্বপূর্ণ নদী হেডওয়ার্কগুলোতে প্রযুক্তিগত পরিদর্শনের ব্যবস্থা করেন।

সর্বশেষ খবর