রোজা শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দেশটির সরকার।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি, ফেডারেল কাউন্সিল অফ ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সহযোগিতা নিয়ে দেশটির সরকার রোজা শুরুর তারিখ ঠিক করেছে।
অস্ট্রেলিয়ার সরকার জানিয়েছে, আগামীকাল সোমবার শেষ হবে শাবান মাস। আর মঙ্গলবার হবে রমজান মাসের প্রথমদিন।
এদিকে, যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে আগামীকাল সোমবার থেকে রোজা শুরু হবে। উত্তর আমেরিকা ফিকাহ কাউন্সিল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, রমজানের প্রথমদিন হবে আগামীকাল সোমবার, মার্চ ১১, ২০২৪। তারাবির নামাজ শুরু হবে রবিবার রাতে।
বিডি প্রতিদিন/এমআই