১৭ এপ্রিল, ২০২১ ১৬:১৭

বিজেপিই করোনা ছড়াল পশ্চিমবঙ্গে: মমতা

অনলাইন ডেস্ক

বিজেপিই করোনা ছড়াল পশ্চিমবঙ্গে: মমতা

ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। আর সমানতালে পশ্চিমবঙ্গেও ফের ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বাকি তিন দফা ভোট একসঙ্গে করার অনুরোধ জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু শুক্রবার সর্বদলীয় বৈঠক করে সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। 

রাজ্যের বাকি তিন দফা ভোটের ৭২ ঘণ্টা আগে যেমন প্রচার বন্ধ রাখা হচ্ছে, তেমনি সন্ধ্যা ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোনও প্রচার করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আর এদিন সেই বিষয়টি নিয়েই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা। 

পূর্বস্থলীর সভায় মমতা বলেন, 'আমরা বলেছিলাম, বাকি নির্বাচন একসঙ্গে করা দাও। করল না, সময় কমিয়ে দেয়া হলো। কেন কমিয়ে দেওয়া হল? আমাদের নির্বাচনে প্রচারের সময় কমিয়ে দেয়া হলো। তিনটি দফার নির্বাচন তো একসঙ্গে হতেই পারতো। কিন্তু কমিশন সেটা করল না, এদিকে প্রচারের সময় কমিয়ে দিল।'

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর