জনশক্তি রপ্তানি নিম্নমুখী। ২০১২ সালে যেখানে বিদেশে কাজের জন্য গিয়েছেন ৬ লাখ ৭ হাজার জন সেখানে ২০১৩ সালে গিয়েছেন ৪ লাখ ৯ হাজার জন। এ হিসাবে প্রায় দুই লাখ জনশক্তি কম রপ্তানি হয়েছে গত বছর। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চাহিদা না থাকার কারণেই কিছুটা কম হয়েছে। তারপরও ৪ লাখের বেশি জনশক্তি রপ্তানি একটি বিশেষ সাফল্য। অবশ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে শুধু আরব আমিরাতেই আগের বছরের তুলনায় প্রায় দুই লাখ কম রপ্তানি হয়েছে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান অনুসারে, স্বাধীনতার পর ২০০৭ ও ২০০৮ সালে বিদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছিল। ২০০৭ সালে চাকরি নিয়ে বিদেশ গেছেন ৮ লাখ ৩২ হাজার জন। ২০০৮ সালে গিয়েছেন ৮ লাখ ৭৫ হাজার জন। কিন্তু ২০০৯ সালে জনশক্তি রপ্তানি ৪ লাখ ৭৫ হাজারে নেমে আসে। ২০১০ সালে আরও কমে ৩ লাখ ৯০ হাজারে। জনশক্তি রপ্তানিতে ওই দুই বছরের ধস কাটিয়ে উঠা সম্ভব হয়নি। তবে পরের বছর পরিস্থিতির কিছুটা পরিবর্তন ঘটে। ২০১১ সালে ৫ লাখ ৬৮ হাজার ৬২ শ্রমিক বিদেশে কর্মসংস্থানের জন্য যান। ২০১২ সালে আরও কিছুটা বেড়ে সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ৭ হাজার ৭৯৮ জন। কিন্তু ২০১৩ সালে আবার কমে তা হয় ৪ লাখ ৯ হাজার ২৫৩ জন।
পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালে সৌদি আরবে ২১ হাজার, সংযুক্ত আরব আমিরাতে ২ লাখ ১৫ হাজার, কুয়েতে ২ জন, ওমানে এক লাখ ৭০ হাজার ৩২৬ জন, কাতারে ২৮ হাজার ৮০১ জন ও বাহরাইনে ২১ হাজার ৭৭৭ জন গেছেন। অন্যদিকে, ২০১৩ সালে সৌদি আরবে ১২ হাজার ৫৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৬২৬ জন, কুয়েতে ৬ জন, ওমানে এক লাখ ২৩ হাজার ১৬৩ জন, কাতারে ৫২ হাজার ৬১১ জন ও বাহরাইনে গেছেন ২৩ হাজার ৫০৬ জন। সে হিসেবে এক বছরে শুধু আমিরাতে ২ লাখ তিন হাজার জন কম রপ্তানি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার হচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে নতুন জনশক্তি পাঠানো কমে যাওয়ার কারণ বাংলাদেশিদের নানান অপরাধকর্মে জড়িয়ে পড়া ও ভিসার অপব্যবহার, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা, নতুন বাজার ধরতে সরকারি তৎপরতার অভাব, বেশ কয়েকটি শ্রমশক্তি আমদানিকারক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ও দুর্বল কূটনৈতিক তৎপরতা। অবশ্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেও জনশক্তি রপ্তানি কিছুটা কমেছে। এছাড়া কুয়েতে গত কয়েক বছর ধরেই জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে খুবই ধীরগতিতে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ব্যাপক সুযোগ থাকা সত্ত্বেও সেখানে রপ্তানি হচ্ছে কম।
প্রথমবারের মতো কমেছে রেমিট্যান্স : জনশক্তির নিম্নমুখী ধারার জন্য কমেছে রেমিট্যান্স এবং এর প্রভাব পড়ছে রপ্তানি আয়ে। এর আগে ১৯৭৬ সাল থেকে সর্বশেষ ২০১২ সাল পর্যন্ত প্রতিবছরই রেমিট্যান্স বেড়েছে। অনেক সময় রপ্তানি কম হলেও বেড়েছে রেমিট্যান্স। কিন্তু ২০১৩ সালে এসে প্রথমবারের মতো আগের বছরের তুলনায় কম রেমিট্যান্স এসেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় ৭ হাজার কোটি টাকা কম রেমিট্যান্স এসেছে আগের বছরের তুলনায়। ২০১২ সালে এক লাখ ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছিল, ২০১৩ সালে এসে তা হয়েছে এক লাখ ৭ হাজার কোটি টাকার কিছু বেশি।
শিরোনাম
- সহজ কৌশলে দীর্ঘক্ষণ থাকবে ফোনের চার্জ
- করলার তেতো ভাব কমানোর কৌশল
- সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার
- জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান আলী রীয়াজের
- ৩ বছর বয়সেই মোবাইল-ট্যাব হাতে পাচ্ছে আবুধাবির শিশুরা
- সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
- ২১ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, আবহাওয়া অফিসের সতর্কতা
- ট্রাম্পকে বিলাসবহুল জেট ‘উপহার’ দিচ্ছে কাতার? ঘনীভূত হচ্ছে বিতর্ক
- জুলাই গণহত্যা মামলা : হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা
- দুই গোলে এগিয়েও জয় পেল না চ্যাম্পিয়ন লিভারপুল
- আইপিএল বাতিল হলে হাজার হাজার কোটি রুপি লোকসান
- ‘যুদ্ধবিরতির অনুরোধ এসেছে ভারতের পক্ষ থেকে’
- ‘সংঘাতের কৌশল’ না নিতে ইউরোপীয় শক্তিগুলোকে ইরানের হুঁশিয়ারি
- জামায়াতের নিবন্ধন প্রশ্নে আপিল শুনানি মঙ্গলবার
- রিয়ালের হতাশার রাতে তিন দশকের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
- শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে উচ্ছ্বসিত ইয়ামাল
- ‘ভীতিকর’ গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে ফোন জেডি ভ্যান্সের, থামে ভারত-পাকিস্তান যুদ্ধ
- এল ক্লাসিকোতে শতবর্ষের ইতিহাস ভেঙে নতুন গল্প
নিম্নমুখী জনশক্তি রপ্তানি
গত এক বছরে কমেছে ২ লাখ
জুলকার নাইন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর