বাংলাদেশ থেকে সরছে না এ দেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। গত ১ জুলাই গুলশান হত্যাকাণ্ডে সাত জাপানি নিহত হন। তারা সবাই মেট্রোরেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে তাদের স্থলে আগামী সাত দিনের মধ্যে নতুন বিশেষজ্ঞ বা পরামর্শক পাঠাচ্ছে জাপান সরকার। সংস্থাটি গতকাল সেতু বিভাগকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। এ বিষয়টি অর্থবিভাগকেও অবহিত করা হয়েছে। এ প্রসঙ্গে অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেট্রোরেলের পরামর্শক হিসেবে কাজ করছিলেন এমন সাতজন জাইকা কর্মকর্তা গুলশান হত্যাকাণ্ডে নিহত হয়েছেন। এদের শূন্যতা পূরণ করতে এবং প্রকল্পের কাজ এগিয়ে নিতে সাত দিনের মধ্যে তারা নতুন লোক পাঠানোর কথা জানিয়েছে। দুই দেশের সম্পর্কের মধ্যে গুলশানের ওই ঘটনা তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি বলে তিনি মনে করেন। সূত্র জানায়, মেট্রোরেল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে চায় জাইকা। এ জন্য নিহত কর্মকর্তাদের স্থলে দ্রুততম সময়ে নতুন কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। গুলশান হত্যাকাণ্ডকে একটি নেহায়েত দুর্ঘটনা বলে মনে করে জাপান সরকার। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য বাংলাদেশ সরকারকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে জাপান সরকার। জানা গেছে, গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানি মূলত জাইকার একাধিক উন্নয়ন প্রকল্পে কাজ করছিলেন, যাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। তারা ঢাকায় মেট্রোরেল রুট ১ এবং মেট্রোরেল রুট ৫ প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন। তাদের মধ্যে কোইও ওগাসাওয়ারা কাজ করতেন কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালে। হিরোশি তানাকা, হিদেকি হাশিমতো ও নোবুহিরো কুরোসাকি কাজ করতেন অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল নামক প্রতিষ্ঠানে। ওকামুরা মাকোতো কর্মরত ছিলেন আলমেক করপ নামক প্রতিষ্ঠানে। ইউকো সাকাই, শিমোদায়রা রুই আলমেক করপ নামক প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা