বাংলাদেশ থেকে সরছে না এ দেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। গত ১ জুলাই গুলশান হত্যাকাণ্ডে সাত জাপানি নিহত হন। তারা সবাই মেট্রোরেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে তাদের স্থলে আগামী সাত দিনের মধ্যে নতুন বিশেষজ্ঞ বা পরামর্শক পাঠাচ্ছে জাপান সরকার। সংস্থাটি গতকাল সেতু বিভাগকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। এ বিষয়টি অর্থবিভাগকেও অবহিত করা হয়েছে। এ প্রসঙ্গে অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেট্রোরেলের পরামর্শক হিসেবে কাজ করছিলেন এমন সাতজন জাইকা কর্মকর্তা গুলশান হত্যাকাণ্ডে নিহত হয়েছেন। এদের শূন্যতা পূরণ করতে এবং প্রকল্পের কাজ এগিয়ে নিতে সাত দিনের মধ্যে তারা নতুন লোক পাঠানোর কথা জানিয়েছে। দুই দেশের সম্পর্কের মধ্যে গুলশানের ওই ঘটনা তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি বলে তিনি মনে করেন। সূত্র জানায়, মেট্রোরেল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে চায় জাইকা। এ জন্য নিহত কর্মকর্তাদের স্থলে দ্রুততম সময়ে নতুন কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। গুলশান হত্যাকাণ্ডকে একটি নেহায়েত দুর্ঘটনা বলে মনে করে জাপান সরকার। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য বাংলাদেশ সরকারকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে জাপান সরকার। জানা গেছে, গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানি মূলত জাইকার একাধিক উন্নয়ন প্রকল্পে কাজ করছিলেন, যাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। তারা ঢাকায় মেট্রোরেল রুট ১ এবং মেট্রোরেল রুট ৫ প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন। তাদের মধ্যে কোইও ওগাসাওয়ারা কাজ করতেন কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালে। হিরোশি তানাকা, হিদেকি হাশিমতো ও নোবুহিরো কুরোসাকি কাজ করতেন অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল নামক প্রতিষ্ঠানে। ওকামুরা মাকোতো কর্মরত ছিলেন আলমেক করপ নামক প্রতিষ্ঠানে। ইউকো সাকাই, শিমোদায়রা রুই আলমেক করপ নামক প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
জঙ্গি হামলায় নিহত সাত
সাত দিনের মধ্যে নতুন কর্মকর্তা পাঠাচ্ছে জাপান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর