বাংলাদেশ থেকে সরছে না এ দেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। গত ১ জুলাই গুলশান হত্যাকাণ্ডে সাত জাপানি নিহত হন। তারা সবাই মেট্রোরেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে তাদের স্থলে আগামী সাত দিনের মধ্যে নতুন বিশেষজ্ঞ বা পরামর্শক পাঠাচ্ছে জাপান সরকার। সংস্থাটি গতকাল সেতু বিভাগকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে। এ বিষয়টি অর্থবিভাগকেও অবহিত করা হয়েছে। এ প্রসঙ্গে অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেট্রোরেলের পরামর্শক হিসেবে কাজ করছিলেন এমন সাতজন জাইকা কর্মকর্তা গুলশান হত্যাকাণ্ডে নিহত হয়েছেন। এদের শূন্যতা পূরণ করতে এবং প্রকল্পের কাজ এগিয়ে নিতে সাত দিনের মধ্যে তারা নতুন লোক পাঠানোর কথা জানিয়েছে। দুই দেশের সম্পর্কের মধ্যে গুলশানের ওই ঘটনা তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি বলে তিনি মনে করেন। সূত্র জানায়, মেট্রোরেল প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে চায় জাইকা। এ জন্য নিহত কর্মকর্তাদের স্থলে দ্রুততম সময়ে নতুন কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। গুলশান হত্যাকাণ্ডকে একটি নেহায়েত দুর্ঘটনা বলে মনে করে জাপান সরকার। তবে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য বাংলাদেশ সরকারকে সজাগ থাকার পরামর্শ দিয়েছে জাপান সরকার। জানা গেছে, গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত সাত জাপানি মূলত জাইকার একাধিক উন্নয়ন প্রকল্পে কাজ করছিলেন, যাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। তারা ঢাকায় মেট্রোরেল রুট ১ এবং মেট্রোরেল রুট ৫ প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন। তাদের মধ্যে কোইও ওগাসাওয়ারা কাজ করতেন কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালে। হিরোশি তানাকা, হিদেকি হাশিমতো ও নোবুহিরো কুরোসাকি কাজ করতেন অরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল নামক প্রতিষ্ঠানে। ওকামুরা মাকোতো কর্মরত ছিলেন আলমেক করপ নামক প্রতিষ্ঠানে। ইউকো সাকাই, শিমোদায়রা রুই আলমেক করপ নামক প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে।
শিরোনাম
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা