সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিনা বিচারে আটক চারজনকে আদালতে হাজির করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

‘বিনা বিচারে’ প্রায় দেড় যুগ ধরে কারাগারে আটক চাঁন মিয়া, মকবুল, সেন্টু ও বিল্লালকে আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

এই চারজনকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ থেকে ১৮ বছর ধরে বিনা বিচারে কারাগারে আটক এই চার আসামিকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন আইনজীবী কুমার দেবুল দে আদালতের নজরে আনেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, চাঁন মিয়া ১৮ বছর ধরে বিনা বিচারে কাশিমপুর কারাগারে আছেন। ঢাকার শ্যামপুর থানার একটি হত্যা মামলায় ১৯৯৯ সালে গ্রেফতারের পর তিনি আর জামিন পাননি। ঢাকার পরিবেশ আদালতে বিচারাধীন এ মামলারও কোনো অগ্রগতি হয়নি। এ ছাড়া রাজধানীর উত্তরা থানার একটি হত্যা মামলায় ২০০০ সালে গ্রেফতার হন মাদারীপুরের মকবুল হোসেন। এরপর ১৭ বছরেও মামলাটির তদন্ত প্রতিবেদন হয়নি। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মকবুলের পক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনজীবীও ছিল না। অনুরূপভাবে মতিঝিলের এজিবি কলোনির সেন্টু কামাল গ্রেফতার হন ২০০১ সালে। সর্বশেষ গত মাসেও তাকে হাজির করা হয়েছিল ঢাকার বিশেষ জজ আদালতে। গত ১৬ বছরেও মামলার বিচার শেষ হয়নি। মামলা শেষ হয়নি কুমিল্লার বিল্লাল হোসেনেরও। তেজগাঁও থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় ২০০২ সালে গ্রেফতার হওয়া বিল্লাল কাশিমপুর কারাগারে আছেন। তার মামলাও ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন।

সর্বশেষ খবর