মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
নারায়ণগঞ্জে লতিফ হত্যা

ফাঁসির পাঁচ আসামিসহ ২৬ জন খালাস

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আবদুল লতিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিসহ ২৬ জনের সবাইকে খালাস দিয়েছে হাই কোর্ট। মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের শুনানি শেষে গতকাল বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। উল্লেখ্য, নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজনের মধ্যে ওমর আলী মারা গেছেন। বাকি চারজন হলেন মো. বারেক, মো. সোহেল ওরফে শফি, আফাজউদ্দিন ও শওকত আলী। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া ও ইব্রাহিম মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বজলুর রশিদ ও দেলোয়ারা বেগম। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল সাংবাদিকদের বলেন, আবদুল লতিফ হত্যা মামলায় নিম্ন আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ২১ জনকে যাবজ্জীবন দেয়। হাই কোর্টে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় দণ্ডপ্রাপ্তদের খালাস দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে। প্রসঙ্গত, ১৯৯৮ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মর্দাসদি গ্রামে আবদুল লতিফ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

 

সর্বশেষ খবর