প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রতিবেদনেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বেহালদশার কথা বলা হয়েছে। প্রায় ৩৭ শতাংশের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে নাজুক অবস্থায়। এগুলো ব্যবহারের অনুপযুক্ত। ২০১৬ সালের তথ্য নিয়ে প্রাথমিক শিক্ষার ‘বার্ষিক সেক্টর পারফরমেন্স রিপোর্ট -২০১৭’-এ তথ্য তুলে ধরা হয়েছে। তথ্যানুযায়ী, দেশে সরকারি প্রাথমিক স্কুল রয়েছে ৬৪ হাজার ১১২টি। এর মধ্যে ২০১৩ সালে নতুন জাতীয়করণ করা স্কুল রয়েছে ২৫ হাজার ৭১৬টি। মোট প্রাথমিক সরকারি স্কুলগুলোর ৩৭ শতাংশের বেশি স্কুলের ভবন ব্যবহারের অনুপযুক্ত। এসব স্কুলগুলো পাকা ও সেমি পাকা উল্লেখ করে প্রতিবেদনটি করা হয়েছে। প্রাথমিক শিক্ষার এ প্রতিবেদন বলছে, ২০১৩ সালের পূর্বের সরকারি প্রাথমিকের পাকা স্কুলগুলোর অবকাঠামো মাত্র ৪৭ শতাংশ ভালো পর্যায়ে রয়েছে। মাঝামাঝি (মডারেট) পর্যায়ে রয়েছে ২৩ শতাংশ স্কুল। আর খারাপ পর্যায়ে রয়েছে প্রায় ৬ শতাংশ। তবে ২৩ শতাংশ স্কুলের অবস্থা একেবারেই নাজুক, ব্যবহার অযোগ্য। সেমিপাকা স্কুলগুলোর মধ্যে মাত্র ৮ শতাংশ ভবন ভালো মানে রয়েছে। প্রায় ১৮ শতাংশ স্কুলের অবকাঠামো মাঝামাঝি। খারাপ পর্যায়ে রয়েছে ২১ শতাংশ স্কুলের ভবনগুলোর অবস্থা। আর সেমিপাকা ৫৪ শতাংশ স্কুল একেবারেই অব্যবহারযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন জাতীয়করণ করা প্রাথমিক পাকা করা স্কুলগুলোর মধ্যে ৩২ শতাংশ স্কুলের ভবনগুলো ভালো পর্যায়ে রয়েছে। ২৫ শতাংশ স্কুল মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে। নতুন জাতীয়করণ করা পাকা স্কুলগুলোর প্রায় ৩০ শতাংশ স্কুল একেবারেই ব্যবহারের অনুপযুক্ত। এ পর্যায়ের সরকারি স্কুলগুলোর মধ্যে আধাপাকা স্কুলের ২১ শতাংশ রুমগুলো খারাপ পর্যায়ে রয়েছে। ৪২ শতাংশ স্কুল একেবারেই ব্যবহারের অনুপযুক্ত। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঠদানও বন্ধ থাকে। বলা হয়েছে, নদীভাঙনসহ বিভিন্ন কারণে বিদ্যালয় ভবন ধস, পরিত্যক্ত কিংবা বিলীন হয়ে যাওয়ায় কিছু বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এসব বিদ্যালয়ের বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদন বলছে, কিছু সরকারি স্কুলে ২০ জনেরও কম ছাত্র-ছাত্রী রয়েছে। আর ৫০ জনের কম ছাত্র রয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা চারশর মতো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ৬ হাজার ৫৪৬টি বিদ্যালয় চলছে মাত্র একটি কক্ষ দিয়ে। দুই হাজার ৮০৯টি বিদ্যালয়ে পাঠদান চলছে মাত্র দুটি শ্রেণিকক্ষ দিয়ে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন অবস্থা লেখাপড়ায় বিঘ্ন ঘটাচ্ছে। স্কুলগুলোতে রয়েছে শিক্ষক সংকটও। জাতীয়করণ হওয়া প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বেশি শিক্ষক সংকটে রয়েছে। ৭৯টি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে একজন মাত্র শিক্ষক দিয়ে। দুজন শিক্ষক রয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৭২১টি। ৭ হাজার ৭৬৪ স্কুলে শিক্ষক রয়েছে তিনজন। প্রতিবেদন বলছে, কমপক্ষে চারজন শিক্ষক না হলে প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত পাঠদান করা সম্ভব নয়। প্রাথমিক শিক্ষায় প্রতি ৪০ জন শিক্ষার্থীর বিপরীতে একটি শ্রেণিকক্ষ রাখার নীতি অনুসরণ করতে বলা হয়েছে। প্রাথমিক এ প্রতিবেদন অনুযায়ী, এ নীতি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে মাত্র ৩৪ দশমিক ৪ শতাংশ বিদ্যালয়ে। সে হিসাবে দেশের ৬৫ শতাংশের বেশি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট রয়েছে। অনেক প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের আয়তনও আদর্শ মানের নয়। স্বীকৃত মানদণ্ড অনুযায়ী, বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দৈর্ঘ্য হওয়ার কথা ন্যূনতম ১৯ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ১৭ ফুট ৪ ইঞ্চি। প্রতিবেদন বলছে, দেশের ২৬ শতাংশ বিদ্যালয়েই এ আয়তনের শ্রেণিকক্ষ নেই।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
প্রাথমিকের ৩৭ শতাংশ স্কুলই নাজুক
শিক্ষার হালচাল - ১২
আকতারুজ্জামান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর