মহানন্দা নদী, চাঁপাইনবাবগঞ্জ জেলার নামের সঙ্গে যার সম্পর্ক জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। চাঁপাইনবাবগঞ্জ শহরের কোল ঘেঁষে বয়ে চলেছে নদীটি। শহরের প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে মহানন্দা। কিন্তু শহরের সৌন্দর্য বর্ধনকারী এই নদীই এখন দূষণের কবলে। পৌর এলাকার সব পয়োনালার মুখ গিয়ে মিলেছে মহানন্দা নদীতে। পাশাপাশি শহরের সব বর্জ্যও ফেলা হচ্ছে এই নদীর তীরে। এতে নদীর পানি শুধু দূষিতই হচ্ছে না, বরং বাতাসে ছড়াচ্ছে বিষবাষ্প। স্থানীয়রা বলছেন, আগে তীরবর্তী মানুষ তো বটেই, বরং শহরের অনেক দূরের মানুষও গোসল করত এই মহানন্দা নদীর পানিতে। এ ছাড়া নদীর পানি রান্নার কাজেও ব্যবহার করা হতো। কিন্তু এখন তা আর হচ্ছে না, নদীদূষণের জন্য। এদিকে জেলার পরিবেশবাদী সংগঠনগুলো মহানন্দা নদীর এই দূষণ প্রতিরোধের দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে। এ নিয়ে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। কিন্তু দূষণ প্রতিরোধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে জেলায় পরিবেশ নিয়ে কাজ করা সেভ দ্য নেচারের সমন্বয়কারী রবিউল হাসান ডলার বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সব ড্রেনের পানি মহানন্দা নদীতে গিয়ে পড়ছে। এতে করে পানি দূষিত হওয়ায় নদী থেকে মাছসহ প্রাণবৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এ ছাড়া তীরে পৌর কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ফেলায় নদীসহ আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। তিনি অবিলম্বে নদীদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। তবে আশার কথা শোনাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। এ বিষয়ে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানালেন, বহু আগে থেকে শহরের সব ড্রেনের মুখ এই প্রিয় মহানন্দা নদীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে নতুন করে কোনো ড্রেনের সংযোগ এই নদীর সঙ্গে যুক্ত করা হবে না। বরং আগের ড্রেনের সংযোগমুখ অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা একটি স্থান নির্ধারণ করে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলেই নদীদূষণ রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে পৌর মেয়রের এই কথা শুধু সান্ত¦নার বাণী, নাকি আন্তরিকতা, এ নিয়ে অনেকের মধ্যেই রয়েছে সন্দেহ।
শিরোনাম
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!