মহানন্দা নদী, চাঁপাইনবাবগঞ্জ জেলার নামের সঙ্গে যার সম্পর্ক জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। চাঁপাইনবাবগঞ্জ শহরের কোল ঘেঁষে বয়ে চলেছে নদীটি। শহরের প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে মহানন্দা। কিন্তু শহরের সৌন্দর্য বর্ধনকারী এই নদীই এখন দূষণের কবলে। পৌর এলাকার সব পয়োনালার মুখ গিয়ে মিলেছে মহানন্দা নদীতে। পাশাপাশি শহরের সব বর্জ্যও ফেলা হচ্ছে এই নদীর তীরে। এতে নদীর পানি শুধু দূষিতই হচ্ছে না, বরং বাতাসে ছড়াচ্ছে বিষবাষ্প। স্থানীয়রা বলছেন, আগে তীরবর্তী মানুষ তো বটেই, বরং শহরের অনেক দূরের মানুষও গোসল করত এই মহানন্দা নদীর পানিতে। এ ছাড়া নদীর পানি রান্নার কাজেও ব্যবহার করা হতো। কিন্তু এখন তা আর হচ্ছে না, নদীদূষণের জন্য। এদিকে জেলার পরিবেশবাদী সংগঠনগুলো মহানন্দা নদীর এই দূষণ প্রতিরোধের দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে। এ নিয়ে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। কিন্তু দূষণ প্রতিরোধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে জেলায় পরিবেশ নিয়ে কাজ করা সেভ দ্য নেচারের সমন্বয়কারী রবিউল হাসান ডলার বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সব ড্রেনের পানি মহানন্দা নদীতে গিয়ে পড়ছে। এতে করে পানি দূষিত হওয়ায় নদী থেকে মাছসহ প্রাণবৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এ ছাড়া তীরে পৌর কর্তৃপক্ষ ময়লা-আবর্জনা ফেলায় নদীসহ আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। তিনি অবিলম্বে নদীদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। তবে আশার কথা শোনাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। এ বিষয়ে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম জানালেন, বহু আগে থেকে শহরের সব ড্রেনের মুখ এই প্রিয় মহানন্দা নদীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে নতুন করে কোনো ড্রেনের সংযোগ এই নদীর সঙ্গে যুক্ত করা হবে না। বরং আগের ড্রেনের সংযোগমুখ অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বর্জ্য ডাম্পিংয়ের জন্য আলাদা একটি স্থান নির্ধারণ করে প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়িত হলেই নদীদূষণ রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে পৌর মেয়রের এই কথা শুধু সান্ত¦নার বাণী, নাকি আন্তরিকতা, এ নিয়ে অনেকের মধ্যেই রয়েছে সন্দেহ।
শিরোনাম
- আত্মহত্যা: চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আরও সাত পরিবারের মামলা
- প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে
- লতিফ সিদ্দিকীর জামিন বহাল আপিল বিভাগে
- জাতীয়তাবাদের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার ড্যাবের
- নিষিদ্ধ দল বিক্ষোভের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি
- সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে রেকর্ড শাটডাউন
- টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
- এবার ঢাবির জিয়া হলে ধূমপান নিষিদ্ধ
- জাতীয় রাজস্ব বোর্ডের ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ চালু
- রাজধানীর বাড্ডায় প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত
- আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে নামল
- ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দী ফিলিস্তিনিরা
- আজ শহীদ নূর হোসেন দিবস
- গাজার সুড়ঙ্গে আটকে থাকা ২০০ ফিলিস্তিনির নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা তুরস্কের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'
- রাবির রেজিস্ট্রারের সঙ্গে জিএস আম্মারের বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল
নদী বাঁচাও ১১
বর্জ্যে দূষিত মহানন্দা
মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর