রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার রায়ে তিনজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। দ-প্রাপ্তরা হলেন আবদুস সামাদ পিন্টুু, পবা উপজেলার কাটাখালী পৌর যুবদলের নেতা আরিফুল ইসলাম মানিক ও লুৎফুল ইসলাম সবুজ শেখ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দ- পাওয়া তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। রায়ে খালাস পেয়েছেন অভিযোপত্রে থাকা বিএনপি নেতাসহ আটজন। তারা হলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, দ- পাওয়া আবদুস সামাদ পিন্টুুর স্ত্রী নাসরিন আক্তার রেশমা, সিরাজুল ইসলাম কালু, আল-মামুন, সাগর, জিন্নাত আলী, ইব্রাহীম খলিল ও আরিফ। রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও মামলার তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন নিহত শিক্ষকের ছেলে সৌমেন শাহারিদ। তিনি বলেন, ‘পুলিশ শুরুর দিকে মামলাটি নিয়ে আন্তরিক ছিল। কিন্তু পরবর্তীতে ঘটনাটিকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। এরা খুনি কি না জানি না। আদালত তার মতো রায় দিয়েছে। কিন্তু আমি মনে করি মামলার তদন্তে গলদ ও গাফিলতি আছে।’ উল্লেখ্য, লালন ভক্ত ড. শফিউল ইসলাম প্রগতিশীল আদর্শের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। ২০১৪ সালের ১৫ নভেম্বর বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মতিহার থানায় হত্যামামলা দায়ের করেন। হত্যাকান্ডের ৫ ঘণ্টার মাথায় ফেসবুকে একটি পাতা খুলে দায় স্বীকার করে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামে একটি জঙ্গি সংগঠন। তাই উগ্রবাদী এ সংগঠনটি হত্যাকান্ডে জড়িত বলে সন্দেহ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ব্যক্তিগত কোন্দলের জেরেই খুন হন বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মামলায় মোট ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত ১৩ মার্চ সাক্ষ্যগ্রহণ শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন। আদালত তিনজনকে ফাঁসি ও আটজনকে খালাসের রায় দিয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রইসুল ইসলাম জানান, মামলার সাক্ষ্যগ্রহণের সময় দ- পাওয়া আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। মামলার নথিতে ওই শিক্ষকের বাড়িতে থাকা এক নারীর জবানবন্দি আছে। তাতে উল্লেখ আছে, জঙ্গিরা জনপ্রিয় এই শিক্ষককে হত্যার হুমকি দিয়েছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা সেদিকে কোনো তদন্ত না করে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন। তিনি জানান, দ- পাওয়া ব্যক্তিদের হয়ে তিনি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
রাবি শিক্ষক লিলন হত্যায় তিনজনের ফাঁসি আটজন খালাস
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর