একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ। এ নির্বাচনে ১ কোটি ৫ লাখ ৭ হাজার টাকা ব্যয় করেছে দলটি। রবিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে এ নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। গত ৩০ ডিসেম্বরের এ নির্বাচনে আওয়ামী লীগ ২৬০ জন প্রার্থী দিয়েছিল। তাতে দলীয়ভাবে সাড়ে ৪ কোটি টাকা নির্বাচনী ব্যয়ের সুযোগ ছিল। এর আগে দশম সংসদ নির্বাচনে দলটি প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা এবং নবম সংসদ নির্বাচনে ৩ কোটি ৬০ লাখ ২৬ হাজার টাকা নির্বাচনী ব্যয়ের হিসাব দেখিয়েছিল। ইসির কর্মকর্তারা বলছেন, দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যত ব্যয় হয়েছিল, একাদশ সংসদ নির্বাচনে তাদের ব্যয় হয়েছে তার চেয়ে দেড় কোটি টাকা কম। এদিকে আওয়ামী লীগের ব্যয়ের হিসাব নেওয়ার সময় সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও দীপু মনি। এছাড়াও ছিলেন এ বি এম রিয়াজুল কবির কাউছার, আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু, সেলিম মাহমুদ ও দীপক দত্ত। এইচ টি ইমাম জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যয় নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। দলের প্রার্থীরা আইনের বিধান মতে ইতিমধ্যে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের হিসাব দিয়েছেন। কত টাকা ব্যয়ের হিসাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এটি এখন নির্বাচন কমিশনের সম্পত্তি। এটা পাবলিক ডকুমেন্ট তাদের কাছ থেকে পেয়ে যাবেন। তবে প্রতিনিধি দলের একজন সদস্য বলেন, ১ কোটি ৫ লাখ ৭ হাজার টাকা ব্যয়ের ফর্দ দেখানো হয়েছে। এবার তুলনামূলক নির্বাচনী ব্যয় কম হওয়ার বিষয়ে এইচ টি ইমাম বলেন, এবারে আমাদের একটি জিনিস উল্লেখযোগ্য, অন্য বছর আমরা দলের প্রতিদ্বন্দ্বী কোনো কোনো প্রার্থীকে আর্থিক সহায়তা দিয়েছি। এবারে সেটি করা হয়নি। সেদিক থেকে আমাদের ব্যয় কম। আবার এবার আমরা আয় পেয়েছি বেশি, অনেকেই অনুদান দিয়েছেন।
শিরোনাম
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
- ফেনীতে যুবককে পিটিয়ে হত্যার শাস্তির দাবিতে বিক্ষোভ
- বিশ্ব র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য শাবিপ্রবির চার পদক্ষেপ
- যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল মিললো মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
- ঝিনাইদহে মাছ ধরা কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২
- জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন
- শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার
- দোহায় হামলা চালানোয় নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, হুঁশিয়ারি কাতারের
- ভাগ্নের বিরুদ্ধে মামাকে পিটিয়ে-কুপিয়ে হত্যার অভিযোগ
- চাকসু নির্বাচন: ছাত্রদলের আবেদনে মনোনয়নের সময় একদিন বাড়াল কমিশন
- ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
- নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার
- দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ও সড়ক অবরোধ