শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

হঠাৎ বেড়ে গেল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ বেড়ে গেল সোনার দাম

এবারের বাজেটে বিদেশ থেকে যাত্রীদের সোনা আনার ক্ষেত্রে শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হলেও এর কয়েক ঘণ্টার মধ্যে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে নতুন করে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এতে গতকাল থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা ৫১ হাজার ৩২২ টাকায় বিক্রি হচ্ছে। ফলে ভরিতে সোনার দাম বৃদ্ধি পেয়েছে এক হাজার ১৬৭ টাকা। একইসঙ্গে প্রথমবারের মতো দেশের বাজারে মূল্যবান ধাতু প্লাটিনামের দামও ঠিক করে দিয়েছে বাজুস কর্তৃপক্ষ। এতদিন সোনার ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দামে প্লাটিনাম বিক্রি করে আসলেও এখন থেকে ২৩ ক্যারেট প্রতি ভরি প্লাটিনাম ৬৪ হাজার ১৫২ টাকায় বিক্রি হবে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫০ হাজার ১৫৫ টাকা। সর্বশেষ ২৯ জানুয়ারি সোনার দাম বৃদ্ধি করা হয়। এ ব্যাপারে গতকাল বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাজেটের সঙ্গে সোনার দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম বৃদ্ধির কারণেই আমরা সোনার দাম বৃদ্ধি করেছি।

 বাংলাদেশ ব্যাংক থেকে আগামী সেপ্টেম্বরে আমাদের ডিলারশিপ দেওয়া হবে। সে সময় পর্যন্ত সোনার দাম সমন্বয়ের ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক বাজারের ওপরই নির্ভর করতে হবে। তিনি জানান, আমরা এই প্রথমবারের মতো প্লাটিনাম ধাতুরও দাম নির্ধারণ করে দিয়েছি। এতদিন পর্যন্ত দেশের ব্যবসায়ীরা যে যার মতো দাম রাখতেন ফলে ক্রেতা প্রতারিত হতেন।  নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯ টাকায় আর ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৩ হাজার ৯৭৩ টাকায়। এর আগে ২২ ক্যারেট সোনা বিক্রি হতো ৫০ হাজার ১৫৫ টাকায়। ২১ ক্যারেট সোনা বিক্রি হতো ৪৭ হাজার ৮২২ টাকায় আর ১৮ ক্যারেট সোনা বিক্রি হতো ৪২ হাজার ৮০৭ টাকায়। সে হিসেবে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে এক হাজার ১৬৭ টাকা করে বৃদ্ধি পেয়েছে। তবে গ্রাম ও মফস্বলের ক্রেতা-বিক্রেতাদের কথা বিবেচনা করে বাজুস সনাতন পদ্ধতির সোনার দাম পরিবর্তন করেনি অর্থাৎ আগের দামে ২৭ হাজার ৫৮৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতো প্রতি ভরি রুপা এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর