বরিশালে এখন পর্যন্ত কোনো ক্যাসিনোর সন্ধান পাওয়া যায়নি। তবে অভিজাত দুটিসহ কয়েকটি ক্লাবে নিয়মিত বসে জুয়ার আসর। এসব ক্লাবের ছত্রচ্ছায়ায় মাদক বেচাকেনার অভিযোগও রয়েছে। অভিজাত দুটি ক্লাবের দায়িত্বে আছেন প্রভাবশালীরা। অন্য ক্লাবগুলো নিয়ন্ত্রণ করেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা। বরিশাল নগরের সদর রোডের দক্ষিণে অবস্থিত মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাব নাম হলেও খেলাধুলার লেশমাত্র নেই। সাম্প্রতিক বছরগুলোয় ক্রিকেট-ফুটবলসহ বরিশালে কোনো পর্যায়ের কোনো ক্রীড়া প্রতিযোগিতায় মোহামেডানের অংশগ্রহণ দেখা যায়নি। তবে নিয়মিত চলে জুয়ার আসর। মোহামেডান ক্লাবে নিয়মিত যাতায়াতকারী এক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে জানান, ‘ক্লাবের দুটির কক্ষে তাস দিয়ে গেম (রামি) খেলা হয়। একটি কক্ষে সিনিয়ররা এবং অন্য কক্ষে বসেন তুলনামূলক জুনিয়ররা। আকর্ষণ বাড়ানোর জন্য সীমিত অর্থ দিয়ে খেলা হয় রামি। ওই ক্লাবে জুনিয়র কক্ষে মাদক সহজলভ্য। বছর দুয়েক আগে পুলিশ ফেনসিডিলসহ মনু নামে একজনকে গ্রেফতার করেছিল মোহামেডান ক্লাব থেকে। বর্তমানে সেখানে ইয়াবাও হাতের নাগালে।’ নগরের অভিজাত ‘বরিশাল ক্লাব লিমিটেডে’ শুধু সদস্যরা সন্ধ্যার পর গিয়ে অলস সময় কাটান। তারা তাস দিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলেন। তবে তা ২০০-৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। নগরের নাজিরের পোল এলাকায় ‘নবজাগরণ ক্লাব’ ওই এলাকার অপরাধীদের আশ্রয়স্থল বলে পুরনো অভিযোগ রয়েছে। অবাধে জুয়া খেলা ছাড়াও ক্লাবের ছত্রচ্ছায়ায় সেখানে সব ধরনের মাদক পাওয়া যায় বলেও জনশ্রুতি আছে। ক্লাবটি পরিচালনা করেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একজন জনপ্রতিনিধি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঠ পর্যায়ের কিছু সদস্যের বিরুদ্ধে সেখান থেকে নিয়মিত বখরা আদায়ের অভিযোগ রয়েছে। এ কারণে নবজাগরণ ক্লাবে কখনই হানা দেওয়ার নজির নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। বরিশালের অন্যতম বৃহৎ জুয়া খেলার আসর বসে নগরের জেলখানা মোড়ে ‘ফ্রেন্ডস সোসাইটি’তে। সেখানে গভীর রাত পর্যন্ত তাস দিয়ে বিভিন্ন ধরনের জুয়া খেলার অভিযোগ রয়েছে। নগরের নতুন বাজার টেম্পোস্ট্যান্ডে ‘জাগরণী সংঘে’ও (নতুন নাম বরিশাল সিটি ক্লাব) অর্থ দিয়ে তাস (জুয়া) খেলার অভিযোগ রয়েছে। সেখানে কোনো জুনিয়রের প্রবেশাধিকার নেই। সিনিয়ররা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অর্থ দিয়ে তাস খেলেন। ওই ক্লাবে নিয়মিত যাতায়াতকারী একজন বলেন, ‘যাদের একটু বয়স হয়েছে তারা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে পারেন না। তাই তারা সন্ধ্যার পর ওই ক্লাবে গিয়ে ৫০-১০০ টাকার বাজি ধরে কিংবা বিনিয়োগ করে তাসের বিভিন্ন খেলা খেলে সময় কাটান।’ এ ছাড়া নগরের আলেকান্দার সিকদারপাড়া, সিঅ্যান্ডবি পোল এলাকাসহ বিভিন্ন স্থানে ছোট ছোট জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। র্যাব-৮-এর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম জানান, ‘তারাও বরিশালে বিভিন্ন স্থানে জুয়ার তথ্য সংগ্রহ করছেন। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সরকারের নির্দেশনা অনুযায়ী ওইসব আস্তানায় অভিযান চালাবে র্যাব।’
শিরোনাম
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
বরিশালে অভিজাত ক্লাবে আসর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর