শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার সমাধান কী

বিশ্ববিদ্যালয়কেই সমাধান করতে হবে : সিরাজুল ইসলাম চৌধুরী

জয়শ্রী ভাদুড়ী

বিশ্ববিদ্যালয়কেই সমাধান করতে হবে : সিরাজুল ইসলাম চৌধুরী

বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, একদলীয় আধিপত্যের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র সংসদ নেই, শিক্ষক সমিতির নির্বাচনে দাঁড়িপাল্লা একদিকে ঝুঁকে থাকে। বিশ্ববিদ্যালয়ের  অভ্যন্তরীণ এই সমস্যার সমাধান বিশ্ববিদ্যালয়কেই করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ঘটনার ক্ষেত্রে ছাত্রলীগ জড়িত। ছাত্রলীগকে নিবৃত্ত করতে সরকারই পারে। ছাত্র সংসদ না থাকায় সরকার সমর্থিত দলের আধিপত্য বিদ্যমান। ছাত্র সংসদ কার্যকর না থাকায় বিশ্ববিদ্যালয়ে সহনশীলতা নেই। নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকায় শিক্ষার্থীদের কাছে প্রশাসনকে জবাবদিহি করতে হয় না। ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত থাকলে এই আন্দোলনের প্রয়োজন পড়ত না। শিক্ষক সমিতির নির্বাচনেও পাল্লা একদিকে ঝুঁকে থাকে। এখানেও জবাবদিহি থাকে না। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করলে এই অস্থিরতার সমাধান মিলবে। সরকারি হাসপাতালের বিশৃঙ্খলায় বেসরকারি হাসপাতাল লাভবান হয়েছে। একইভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই অস্থিরতা চলতে থাকলে ধীরে ধীরে বাড়বে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। তাই দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

সর্বশেষ খবর