উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং পরিচালককে (হাসপাতাল ও ক্লিনিক) তলব করেছে হাই কোর্ট। হিউম্যান রাইটস ল’ ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির কোষাধ্যক্ষ মো. শাহ আলমের করা রিট আবেদনের ওপর শুনানির ধারাবাহিকতায় গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ৮ জানুয়ারি তাদের স্বশরীরে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। হাই কোর্ট গত ২৮ আগস্ট এক আদেশে ২৩ অক্টোবরের মধ্যে দেশের সব জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের আইসিইউ ও সিসিইউ স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দেয়। কত জনবল ও টাকা প্রয়োজন তা সুনির্দিষ্ট করতে বলা হয়। এ আদেশের পর গত ৭ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে স্বাস্থ্য সচিবের কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। যা গতকাল আদালতে উপস্থাপন করা হয়। নির্ধারিত দিনে আদালতে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব জেলা সদর হাসপাতালে ৩০ বেডের আইসিইউ এবং সিসিইউ স্থাপনে বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনায় রেখে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ও হচ্ছে। যেহেতু আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপন করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত জনবল এবং অত্যাধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন অধিক মূল্যের ভারী যন্ত্রপাতির প্রয়োজন হয়। সেহেতু দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ বেডের সিসিইউ এবং ২০ বেডের আইসিইউ চালুর জন্য ডিপিপি প্রস্তুতপূর্বক মন্ত্রণালয়ে প্রেরণের জন্য চূড়ান্ত করা হয়েছে। পুরনো সব মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে এ সেবা/ইউনিট চালু আছে। দেশের সব জেলা সদর হাসপাতালে ঠিক এ সময়ে (প্রয়োজনীয় স্পেস, জনবল ও যন্ত্রের সংকট) আইসিইউ চালু সম্ভব না হলেও ভবিষ্যতে হাসপাতাল ভবনের সম্প্রসারণ সাপেক্ষে পর্যায়ক্রমে আইসিইউ চালু সম্ভব হবে। এ জন্য মধ্য থেকে দীর্ঘমেয়াদি সময় প্রয়োজন হবে।
শিরোনাম
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
আদালতের নির্দেশ অমান্য
স্বাস্থ্য অধিদফতরের ডিজিসহ দুই শীর্ষ কর্মকর্তাকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর