উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং পরিচালককে (হাসপাতাল ও ক্লিনিক) তলব করেছে হাই কোর্ট। হিউম্যান রাইটস ল’ ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির কোষাধ্যক্ষ মো. শাহ আলমের করা রিট আবেদনের ওপর শুনানির ধারাবাহিকতায় গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ৮ জানুয়ারি তাদের স্বশরীরে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। হাই কোর্ট গত ২৮ আগস্ট এক আদেশে ২৩ অক্টোবরের মধ্যে দেশের সব জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের আইসিইউ ও সিসিইউ স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দেয়। কত জনবল ও টাকা প্রয়োজন তা সুনির্দিষ্ট করতে বলা হয়। এ আদেশের পর গত ৭ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে স্বাস্থ্য সচিবের কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। যা গতকাল আদালতে উপস্থাপন করা হয়। নির্ধারিত দিনে আদালতে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব জেলা সদর হাসপাতালে ৩০ বেডের আইসিইউ এবং সিসিইউ স্থাপনে বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনায় রেখে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ও হচ্ছে। যেহেতু আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপন করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত জনবল এবং অত্যাধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন অধিক মূল্যের ভারী যন্ত্রপাতির প্রয়োজন হয়। সেহেতু দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ বেডের সিসিইউ এবং ২০ বেডের আইসিইউ চালুর জন্য ডিপিপি প্রস্তুতপূর্বক মন্ত্রণালয়ে প্রেরণের জন্য চূড়ান্ত করা হয়েছে। পুরনো সব মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে এ সেবা/ইউনিট চালু আছে। দেশের সব জেলা সদর হাসপাতালে ঠিক এ সময়ে (প্রয়োজনীয় স্পেস, জনবল ও যন্ত্রের সংকট) আইসিইউ চালু সম্ভব না হলেও ভবিষ্যতে হাসপাতাল ভবনের সম্প্রসারণ সাপেক্ষে পর্যায়ক্রমে আইসিইউ চালু সম্ভব হবে। এ জন্য মধ্য থেকে দীর্ঘমেয়াদি সময় প্রয়োজন হবে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা