উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং পরিচালককে (হাসপাতাল ও ক্লিনিক) তলব করেছে হাই কোর্ট। হিউম্যান রাইটস ল’ ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির কোষাধ্যক্ষ মো. শাহ আলমের করা রিট আবেদনের ওপর শুনানির ধারাবাহিকতায় গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ৮ জানুয়ারি তাদের স্বশরীরে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। হাই কোর্ট গত ২৮ আগস্ট এক আদেশে ২৩ অক্টোবরের মধ্যে দেশের সব জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের আইসিইউ ও সিসিইউ স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দেয়। কত জনবল ও টাকা প্রয়োজন তা সুনির্দিষ্ট করতে বলা হয়। এ আদেশের পর গত ৭ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে স্বাস্থ্য সচিবের কাছে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। যা গতকাল আদালতে উপস্থাপন করা হয়। নির্ধারিত দিনে আদালতে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব জেলা সদর হাসপাতালে ৩০ বেডের আইসিইউ এবং সিসিইউ স্থাপনে বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনায় রেখে উদ্যোগ গ্রহণ করা হয়েছে ও হচ্ছে। যেহেতু আইসিইউ ও সিসিইউ ইউনিট স্থাপন করতে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত জনবল এবং অত্যাধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন অধিক মূল্যের ভারী যন্ত্রপাতির প্রয়োজন হয়। সেহেতু দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ বেডের সিসিইউ এবং ২০ বেডের আইসিইউ চালুর জন্য ডিপিপি প্রস্তুতপূর্বক মন্ত্রণালয়ে প্রেরণের জন্য চূড়ান্ত করা হয়েছে। পুরনো সব মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে এ সেবা/ইউনিট চালু আছে। দেশের সব জেলা সদর হাসপাতালে ঠিক এ সময়ে (প্রয়োজনীয় স্পেস, জনবল ও যন্ত্রের সংকট) আইসিইউ চালু সম্ভব না হলেও ভবিষ্যতে হাসপাতাল ভবনের সম্প্রসারণ সাপেক্ষে পর্যায়ক্রমে আইসিইউ চালু সম্ভব হবে। এ জন্য মধ্য থেকে দীর্ঘমেয়াদি সময় প্রয়োজন হবে।
শিরোনাম
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
আদালতের নির্দেশ অমান্য
স্বাস্থ্য অধিদফতরের ডিজিসহ দুই শীর্ষ কর্মকর্তাকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
২৩ মিনিট আগে | কর্পোরেট কর্নার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান
৩২ মিনিট আগে | জাতীয়