সৌদি আরব থেকে শূন্য হাতে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি ৮০৪ বিমানযোগে তারা দেশে ফেরেন। এ নিয়ে নতুন বছরের ১৬ দিনে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে ১ হাজার ৬১০ জন বাংলাদেশিকে। অধিকাংশই ফিরেছেন শূন্য হাতে। কর্মস্থলের পোশাক পরা অবস্থায়ই তারা দেশের মাটিতে পা রাখেন। ফেরত আসাদেরকে প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার, পানীয়সহ বাড়ি ফিরতে জরুরি সহায়তা দেওয়া হয়। বরাবরের মতো দেশে ফেরা কর্মীদের অভিযোগ, আকামা তৈরির জন্য কফিলকে (নিয়োগকর্তা) টাকা প্রদান করলেও কফিল আকামা তৈরি করে দেননি। পুলিশের হাতে গ্রেফতারের পর যোগাযোগ করলে কফিল দায়িত্ব না নিয়ে ফেরত পাঠিয়ে দিতে বলেন। বৃহস্পতিবার ফিরে আসা সিলেটের তালেব (৩০) পাঁচ বছর আগে শ্রমিক হিসেবে সৌদি আরব যান। দুই মাস আগে সেখান মানসিক ভারসাম্য হারান। মানসিকভাবে অসুস্থ তালেবকে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাত্র দুই মাস আগে সৌদি আরবে যান নোয়াখালীর আজিম হোসেন। পাসপোর্টে তিন মাসের ভিসা থাকার পরও পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি বলেন, বাজার করার জন্য মার্কেটে যাওয়ার পথে পুলিশ আটক করে। গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে নিয়োগকর্তার (কফিল) কথা বলিয়ে দিলেও তাকে দেশে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জের রুহুল আমিন, কুমিল্লার ফিরোজ হোসেন, শরীয়তপুরের মিলন, যশোরের মোসলেম উদ্দিন, বগুড়ার মেহেদি হাসান, গাজীপুরের রাজীবসহ ১০৯ বাংলাদেশির বেশির ভাগেরই এমন অবস্থা। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্যানুযায়ী ২০১৯ সালে মোট ৬৪ হাজার ৬৩৮ কর্মী দেশে ফিরেছেন। এর মধ্যে ২৫ হাজার ৭৮৯ বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়া থেকে ১৫ হাজার ৩৮৯, সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ হাজার ১১৭, ওমান থেকে ৭ হাজার ৩৬৬, মালদ্বীপ থেকে ২ হাজার ৫২৫, কাতার থেকে ২ হাজার ১২, বাহরাইন থেকে ১ হাজার ৪৪৮ ও কুয়েত থেকে ৪৭৯ জন ফিরেছেন। প্রায় সবাই খালি হাতে ফিরেছেন। কয়েক মাস আগে গিয়েছিলেন এমন লোকও আছেন। তারা সবাই ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তিত। মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত সবার। পাশাপাশি এভাবে যেন কাউকে শূন্য হাতে ফিরতে না হয় সেজন্য রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে। দূতাবাস ও সরকারকেও বিষয়গুলো খতিয়ে দেখতে হবে।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
ফিরেছেন আরও ১০৯ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর