দেড়শ বছর ধরে কলকাতা শহরে টিকে আছে ট্রাম নামের যাত্রী বহনকারী যান। শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলছে ব্রিটিশ আমলের এ যানটি। দেখতে অনেকটা ট্রেনের মতো। তবে আকারে ছোট। ১৮৭৩ সাল থেকে কলকাতায় ট্রাম চলে আসছে। কলকাতা ট্রামওয়ে গণপরিবহন ব্যবস্থায় প্রথম সংগঠিত প্রতিষ্ঠান। ট্রামের শহর কলকাতা। ট্রামের সঙ্গে জড়িয়ে আছে নানা ধরনের ইতিহাস। এ যানে আছে রোমান্টিকতা, বিপ্লব, ঐতিহ্য। কলকাতা শহরের টালিগঞ্জ, ধর্মতলা, ডালহৌসী, শিয়ালদহ, নিউমার্কেট, চিতপুর, চৌরঙ্গি, খিদিরপুর, শ্যামবাজারসহ বিভিন্ন রুটে চলে এ বৈদ্যুতিক ট্রাম নামের যানটি। বাঙালি সংস্কৃতির বিস্তারের কারণে কলকাতায় গিয়েও মনে হবে না বিদেশে আছি। তারপরও বিদেশ বলে কথা। এ ভাবনা নিয়ে দেখা হয়েছে বহু কিছু। সবচেয়ে বেশি ভালো লেগেছে ট্রামের ঠং ঠং শব্দে রোমাঞ্চকর অনুভূতি। ট্রাম নামের যানটি কলকাতা শহরের অনেক জায়গায় চলাচল করছে। বাংলাদেশ থেকে আসা পর্যটক ওসমান গণি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনেক শখ ছিল ট্রামে চড়ার। এক দিন ধর্মতলা থেকে ট্রামে উঠি। রুট বা কোনো জায়গার নামই তো জানি না। যেখানেই হোক যাব। পরে শিয়ালদহ গিয়ে নেমে পড়ি। শ্রীলঙ্কার অধিবাসী আরেক পর্যটক শিমান দিয়ান বলেন, টুন টুন শব্দে ঘণ্টি বাজিয়ে একবার ট্রাম থামছে। মিনিটখানেক পর আবার চলছে। ইঞ্জিন ও লৌহ চাকার মাদকতার সুর মনের মাঝে ঘণ্টা বাজায়। মন্থরগতিতে চলছে ট্রাম। একই রাস্তায় চলছে নানা ধরনের যানবাহন। কোনো যানজট ছাড়াই কেমন করে চলছে এ সরলরেখার ট্রাম। সামনে কোনো অনাকাক্সিক্ষত যানবাহনের উপস্থিতিতে থামছে লোহা ও স্টিলের এ বৈদ্যুতিক বাহনটি। ভালো লেগেছে নিয়মকানুন দেখে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কানপুর, নাসিক থেকে অনেক আগেই উঠে গেছে ট্রাম নামের যানটি। তবে এখন ভারতে ট্রামের একমাত্র ঠিকানা হয়ে আছে কলকাতা শহর। আর্থিকভাবে লাভজনক না হলেও কেন্দ্রীয় সরকার ট্রামকে টিকিয়ে রাখতে কাজ করছে। কলকাতায় ট্রামকে সম্পূর্ণভাবে ‘কলকাতার অতি নিজস্ব ঐতিহ্য’ রূপে আখ্যায়িত করা হয়। কলকাতার মতো ব্যস্ত শহরে ট্রাম তার চরিত্রগত স্বস্তির গতির মাধ্যমে দূষণমুক্ত একটি যান্ত্রিক বাহন ও সস্তা সেবা প্রদান করছে। কলকাতা ভারতের একমাত্র শহর এবং বিশ্বেরও সেই কয়েকটি শহরের মধ্যে একটি যেখানে এখনো ট্রামের প্রচলন রয়েছে। ১৮৮২ এবং ১৮৮৪ সালে খুব অল্প সময়ের জন্য খিদিরপুর এবং চৌরঙ্গী এলাকায় বাষ্পচালিত ট্রাম চলে। এক সময় এ লাইনগুলোতে ঘোড়া চালিত ট্রামই চলত। ১৯০২ সালে কলকাতা ট্রামওয়েতে বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়। একই বছরে খিদিরপুর এলাকায় প্রথমবারের মতো বিদ্যুৎচালিত ট্রাম চলাচল শুরু করে। বিদ্যুৎ সংযোজন সম্পূর্ণ হলে কলকাতার ট্রামওয়েতে এক অস্বাভাবিক উন্নতি ঘটে। ভারতের স্বাধীনতার পর কোম্পানি এবং পশ্চিম বাংলা সরকারের মধ্যে ব্যবস্থাপনা ও মালিকানা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়। ১৯৬৭ সালের অ্যাক্ট-এর মাধ্যমে সরকার কলকাতা ট্রামওয়ে কোম্পানিকে জাতীয়করণ করে।
শিরোনাম
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা