কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। গতকাল সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তেজগাঁও নাবিস্কো মোড়ে কানিজ গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করে। এতে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনকারী এক শ্রমিক বলেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করেই গত তিন দিন ধরে গার্মেন্টের কোনো শ্রমিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভিতর থেকে গেট আটকে রাখা হয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় প্রধান সড়ক থেকে গার্মেন্ট কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। এরপর তারা কারখানার সামনে গিয়ে অবস্থান নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৫০০ শ্রমিক তেজগাঁও লিংক রোড ও মহাখালীর রোড অবরোধ করে রাখে। এতে এসএসসি পরীক্ষার্থী ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বাধ্য হয়ে তারা বাস থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যান। গত বৃহস্পতিবার থেকে ওই গার্মেন্টের শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। ফলে কয়েকদিন ধরেই কারখানাটিতে অচলাবস্থা চলছিল। এমন পরিস্থিতিতে ১০ ও ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে গার্মেন্ট কর্তৃপক্ষ। ছুটি শেষে গতকাল গার্মেন্টটির ফটকে এসে তালা ঝুলতে দেখে শ্রমিকরা। একইসঙ্গে ৮০ জনকে বরখাস্তের একটি নোটিসও টানানো দেখে। এতে বিক্ষোভে ফেটে পড়ে তারা। কাউসার নামে এক শ্রমিক জানান, তিনি গত ৫ বছর ধরে ওই গার্মেন্টে কাজ করে আসছেন। কারখানাটিতে প্রায় ৩৭০০ কর্মী কাজ করে। প্রতিবছর তাদের বেতন বৃদ্ধি পেত। কিন্তু এ বছর তাদের বেতন বাড়ানো হয়নি। বেতন বাড়ানোর দাবিতে তারা আন্দোলন শুরু করলে গার্মেন্ট বন্ধের ঘোষণা দেওয়া হয়। খোলার পর এসে দেখেন তাদের ৮০ জন সহকর্মীকে চাকরিচ্যুতির নোটিস টানানো হয়েছে। ওই নোটিসে বলা হয়েছে, শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠক করে বিজিএমই। বৈঠকে উভয়ের সমঝোতায় এবং শ্রম আইন অনুযায়ী ৮০ জনকে বরখাস্ত করা হয়েছে। শ্রম আইন অনুসারে প্রত্যেককে ১২০ দিনের বেতন দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করলে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তারা সেখান থেকে গার্মেন্টের সামনে গিয়ে অবস্থান নেয়। তবে এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক করতে তারা মালিকপক্ষের সঙ্গেও আলোচনা করেন।
শিরোনাম
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত