রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
হচ্ছে আমানত সুরক্ষা আইন

ব্যাংক বন্ধ হয়ে গেলে কোটি টাকার গ্রাহকও পাবেন এক লাখ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকে গ্রাহকদের আমানত সুরক্ষা দিতে নতুন আইন করা হচ্ছে। নতুন আইনে কোনো ব্যাংক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়ন হলে আগের মতোই সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত পাবেন গ্রাহক। ‘আমানত সুরক্ষা আইন’ নামে নতুন এ আইনের প্রস্তাবনা তৈরি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ইতিমধ্যে এটি তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবনায় বলা হয়েছে, ‘তহবিল এর দায়’ বিষয়ক ৭(১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আদেশ হলে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক ওই অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রত্যেক আমানতকারীকে তার বীমাকৃত আমানতের সমপরিমাণ (যা সর্বাধিক ১ লাখ টাকা অথবা সরকারের পূর্বানুমোদনক্রমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত টাকার বেশি হবে না) তহবিল হতে প্রদান করবে। সংশ্লিষ্ট প্রস্তাবনার ৭(২) ধারায় বলা হয়েছে, অবসায়িত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো আমানতকারীর একাধিক হিসাব থাকলে ওই হিসাবে যদি একত্রে এক লাখ টাকার বেশি স্থিতি থাকে, তবু তাকে সর্বাধিক এক লাখ টাকা কিংবা সরকারের পূর্বানুমোদনক্রমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত টাকার বেশি পরিশোধ করা হবে না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আমানত সুরক্ষা আইন আগেই ছিল। এখন সংশোধন করা হয়েছে। কিছু ধারা-উপধারা সংযোজন করা হচ্ছে। তবে বর্তমান আইনেও ব্যাংক প্রতিষ্ঠান অবসায়নের ক্ষেত্রে গ্রাহকের এক লাখ টাকাই ফেরত পাওয়ার কথা বলা আছে। কোনো আমানতকারীর এক লাখ টাকা জমা থাকলে তিনি পুরো অর্থই ফেরত পেতেন। তবে বেশি থাকলেও সর্বোচ্চ এক লাখ টাকা দেওয়া হতো।

সর্বশেষ খবর