সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

খালেদার মুক্তি আন্দোলনে নেতা-কর্মীরা প্রস্তুত

-আকরাম হোসেন তালিম আহ্বায়ক, জেলা বিএনপি

খালেদার মুক্তি আন্দোলনে নেতা-কর্মীরা প্রস্তুত

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী আকরাম হোসেন তালিম বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করতে বাগেরহাটে তৃণমূল নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।  নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় করতে জেলাব্যাপী সাংগঠনিক সফর  শুরু করেছে নতুন  জেলা আহ্বায়ক কমিটি। গত ২২ ডিসেম্বর ৩৫ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর এখন প্রথম কাজ হচ্ছে দীর্ঘ ২২ বছর ধরে সাবেক জেলা সভাপতি এম এ সালামের পরিবারের দখল থেকে সাংগঠনিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়া জেলা বিএনপিকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলা। বিগত জেলা বিএনপি সভাপতি দলে ‘মাইম্যান’ তৈরি করতে আত্মীয়-স্বজন, কর্মচারীদের জেলাসহ অঙ্গ-সংগঠনের কমিটিগুলোতে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা দল থেকে মুখ ফিরিয়ে নেন। এভাবে এক সময়ে বিএনপির  দুর্গখ্যাত বাগেরহাটে বিএনপি দুর্বল ও বিকলাঙ্গ দলে পরিণত হয়। নতুন জেলা আহ্বাযক কমিটি গঠনের পর দলের ত্যাগী, পরীক্ষিত ও দলে মূল্যায়ন না পেয়ে দূরে সরে থাকা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের সক্রিয় করে তোলা হচ্ছে।

তিনি বলেন, গায়েবি মামলায় কারাগারে থাকা শত শত নেতা-কর্মী মুক্ত করতে দলীয়  নেতাদের মাধ্যমে উচ্চ আদালতে জামিনের ব্যবস্থা করা হচ্ছে। গত আড়াই মাসে তৃণমূলের নেতা-কর্মীরা আগ্রহ ভরে দলের প্রতিটি কর্মসূচিসহ সাংগঠনিক কর্মকান্ডে  অংশ নিচ্ছেন। বাগেরহাটে প্রকাশ্যে মিছিল, সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে এই নেতা বলেন, দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। অনুকূল পরিবেশ পেলে জেলা, উপজেলাসহ প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে ত্যাগী, পরীক্ষিত ও ক্লিন ইমেজের লোকদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর