বঙ্গোপসাগরে সন্ধান মিলেছে তিন প্রজাতির নতুন ‘সি-উইড’। এসব সি-উইড দেশের মানুষের খাদ্য পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি ওষুধশিল্প, প্রসাধনী সামগ্রীসহ নানা শিল্পের কঁাঁচামাল হিসেবে কাজে লাগবে। এমনকি বিদেশে রপ্তানি করেও বছরে আয় হবে হাজার হাজার কোটি টাকা। এতে আরও মজবুত হবে দেশের অর্থনীতি। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র বিজ্ঞানী আবু সাঈদ মোহাম্মদ শরীফ বলেন, ‘আমরা সি-উইড নিয়ে কাজের শুরুতে প্রজাতি শনাক্তকরণে অনেক সমস্যায় পড়েছিলাম। আগের ডকুমেন্ট দিয়ে সি-উইড শনাক্ত করা ছিল খুব কঠিন কাজ। আমরা ৮৪টি প্রজাতি শনাক্ত করেছি। এর মধ্যে তিনটি নতুন। সাগরে চিহ্নিত সি-উইড প্রজাতির পানির নিচের ছবি ও পানির ওপরের ছবি ক্যাটালগ আকারে প্রকাশ করা হবে। জানা যায়, বঙ্গোপসাগরে বাংলাদেশের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার জলসীমায় সি-উইডের প্রাচুর্য থাকলেও বিগত সময়ে তা অবহেলায় পড়ে ছিল। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হওয়ার পর নতুন মাত্রা পায় সি-উইড গবেষণায়। সি-উইড নিয়ে গবেষণার জন্য তৈরি হয়া হয় সি-উইড রির্সাচ টিম (এসআরটি)। এ তিন প্রজাতির সি-উইড ক্লোরোফাইটা, রোডাফাইটা এবং ফিওফাইটা গ্রুপের অন্তর্ভুক্ত। এ প্রজাতির সি-উইডের প্রচুর আন্তর্জাতিক চাহিদা রয়েছে। ওষুধশিল্প, প্রসাধনী শিল্প এবং খাদ্য হিসেবে প্রচুর চাহিদাও রয়েছে। যা রপ্তানি করে বছরে আয় হবে হাজার কোটি টাকা। এ ছাড়া এসআরটির চিহ্নিত করা ৮৪ প্রজাতি সি-উইডের মধ্যে কমপক্ষে ৫০টি প্রজাতি সি-উইডের উচ্চমূল্যে বিক্রি হয় পৃথিবীর বিভিন্ন দেশে। এ প্রজাতিগুলোর মধ্যে রয়েছে- সারগাসান, হিপনিয়া, কিউলারপা, কডিয়াম, হেলেমেনিয়া, হাইড্রোক্ল্যাথরাস, কলপোমেনিয়া, ডিকটায়াটা, ক্যাডিনা, উলবা অন্যতম। এসআরটির কো-ইনভেস্টিগেটর মো শিমুল ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসআরটি ৮৪ প্রজাতির সি-উইড সন্ধান পেয়েছে। এর মধ্যে ১৯টি হচ্ছে ক্লোরোফাইটা, ৪৪টি রোডোফাইটা এবং ২১ ফিওফাইটা গ্রুপের অন্তর্ভুক্ত। সি-উইড রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা আয় সম্ভব হবে। ৩০০ বছর আগেই চীন, জাপান, অস্ট্রেলিয়া, ফিলিফাইন, ইন্দোনেশিয়াসহ বেশকিছু দেশ সমুদ্র অর্থনীতির দিকে মনোযোগ দেয়। এর মধ্যে ইন্দোনেশিয়ার জাতীয় অর্থনীতির সিংহভাগই হচ্ছে সমুদ্রনির্ভর। অস্ট্রেলিয়াও বর্তমানে সমুদ্র সম্পদ থেকে আয় করছে প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া বর্তমানে বিশ্ব অর্থনীতির প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকাচ্ছে সমুদ্রকে ঘিরে। বিশ্বের ৪৩০ কোটি মানুষের ১৫ থেকে ১৬ শতাংশ প্রোটিনের জোগান দিচ্ছে সামুদ্রিক মাছ ও উদ্ভিদ।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
সাগরে তিন প্রজাতির নতুন সি-উইড
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর