বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, করোনা পরিস্থিতিতে ভয়াবহ সংকটে পড়েছে দেশ। এই সংকটে ব্যাংকিং খাত আরও দুর্বল হয়ে যাবে। তারল্য সংকট তীব্র হতে পারে। এ জন্য ব্যাংকগুলোকে আমানত সংগ্রহের সুযোগ দিতে হবে। তারল্য সংকট কাটাতে না পারলে খুবই শ্লথ হয়ে পড়বে ব্যাংকিং কার্যক্রম। ক্ষুদ্র ব্যবসায়ীরা কঠিন সমস্যায় রয়েছেন। তাদের অর্থায়ন করা জরুরি। এ জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ইব্রাহীম খালেদ বলেন, সরকার যে সুদহার নীতি নিয়েছে সেটি নিয়ে ভাবতে হবে। কম সুদে ঋণ দিতে হবে ব্যাংকগুলোকে। কিন্তু ব্যাংকের হাতে টাকা নেই। বর্তমান সংকটের কারণে পরিস্থিতির আরও অবনতি হবে। ঋণ আদায় হচ্ছে না। বিপুলসংখ্যক খেলাপি আগে থেকেই আছে। নতুন করে আরও খেলাপি ঋণের পরিমাণ বাড়তে পারে। ব্যাংকের অন্যান্য ক্ষেত্রে আয় কমে যাবে। তাই এ সংকট দ্রুত কেটে যাবে বলে আমি মনে করি না। তিনি বলেন, রেমিট্যান্স কমে যাওয়া খুবই শঙ্কার। করোনা-পরবর্তী সময়ে রেমিট্যান্স বাড়াতে না পারলে সংকট দীর্ঘায়িত হবে। মানুষের আয়বৈষম্য নিয়ে করোনা পরিস্থিতির পরে দেশের অর্থনীতি কঠিন সংকটের মধ্যে পড়বে। বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ ছাড়াও যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তারাও সংকটের মধ্যে রয়েছেন। প্রতিষ্ঠান বন্ধ থাকলে তারা কেউ বেতন পাবেন না। এদের নিয়ে রাষ্ট্রের এত দিন কোনো চিন্তা ছিল না। স্বাস্থ্য খাতের যে করুণ চিত্র আমরা দেখছি সেটি খুবই বেদনাদায়ক। তিনি বলেন, এই সংকট মুহূর্ত কেটে যাওয়ার পর বাংলাদেশের অর্থনীতি নিয়ে সরকারকে নতুন নীতি নিতে হবে। বাংলাদেশে প্রান্তিক মানুষ থেকেই কর আদায় বেশি করা হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ খুবই অপ্রতুল। নিম্ন আয়ের মানুষের কাছ থেকে কর নিয়ে খরচ করা হয়েছে কর্মকর্তাদের বেতন ও অপ্রয়োজনীয় বহু প্রকল্পে, যার সুবিধা সাধারণ মানুষ পায়নি। যদি পেত এখন আমরা এই সংকট দেখতাম না। এসব সংকটে প্রভাব পড়বে পুরো ব্যাংকিং কার্যক্রমে। রপ্তানি-বাণিজ্য নিয়ে যে ধরনের নীতি আছে, সেটি নিয়েও পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রচুর বরাদ্দ বৃদ্ধি করতে হবে দ্রুততার সঙ্গে, যাতে মানুষ সরাসরি সুফল পায়।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা