বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, করোনা পরিস্থিতিতে ভয়াবহ সংকটে পড়েছে দেশ। এই সংকটে ব্যাংকিং খাত আরও দুর্বল হয়ে যাবে। তারল্য সংকট তীব্র হতে পারে। এ জন্য ব্যাংকগুলোকে আমানত সংগ্রহের সুযোগ দিতে হবে। তারল্য সংকট কাটাতে না পারলে খুবই শ্লথ হয়ে পড়বে ব্যাংকিং কার্যক্রম। ক্ষুদ্র ব্যবসায়ীরা কঠিন সমস্যায় রয়েছেন। তাদের অর্থায়ন করা জরুরি। এ জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ইব্রাহীম খালেদ বলেন, সরকার যে সুদহার নীতি নিয়েছে সেটি নিয়ে ভাবতে হবে। কম সুদে ঋণ দিতে হবে ব্যাংকগুলোকে। কিন্তু ব্যাংকের হাতে টাকা নেই। বর্তমান সংকটের কারণে পরিস্থিতির আরও অবনতি হবে। ঋণ আদায় হচ্ছে না। বিপুলসংখ্যক খেলাপি আগে থেকেই আছে। নতুন করে আরও খেলাপি ঋণের পরিমাণ বাড়তে পারে। ব্যাংকের অন্যান্য ক্ষেত্রে আয় কমে যাবে। তাই এ সংকট দ্রুত কেটে যাবে বলে আমি মনে করি না। তিনি বলেন, রেমিট্যান্স কমে যাওয়া খুবই শঙ্কার। করোনা-পরবর্তী সময়ে রেমিট্যান্স বাড়াতে না পারলে সংকট দীর্ঘায়িত হবে। মানুষের আয়বৈষম্য নিয়ে করোনা পরিস্থিতির পরে দেশের অর্থনীতি কঠিন সংকটের মধ্যে পড়বে। বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ ছাড়াও যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তারাও সংকটের মধ্যে রয়েছেন। প্রতিষ্ঠান বন্ধ থাকলে তারা কেউ বেতন পাবেন না। এদের নিয়ে রাষ্ট্রের এত দিন কোনো চিন্তা ছিল না। স্বাস্থ্য খাতের যে করুণ চিত্র আমরা দেখছি সেটি খুবই বেদনাদায়ক। তিনি বলেন, এই সংকট মুহূর্ত কেটে যাওয়ার পর বাংলাদেশের অর্থনীতি নিয়ে সরকারকে নতুন নীতি নিতে হবে। বাংলাদেশে প্রান্তিক মানুষ থেকেই কর আদায় বেশি করা হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ খুবই অপ্রতুল। নিম্ন আয়ের মানুষের কাছ থেকে কর নিয়ে খরচ করা হয়েছে কর্মকর্তাদের বেতন ও অপ্রয়োজনীয় বহু প্রকল্পে, যার সুবিধা সাধারণ মানুষ পায়নি। যদি পেত এখন আমরা এই সংকট দেখতাম না। এসব সংকটে প্রভাব পড়বে পুরো ব্যাংকিং কার্যক্রমে। রপ্তানি-বাণিজ্য নিয়ে যে ধরনের নীতি আছে, সেটি নিয়েও পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রচুর বরাদ্দ বৃদ্ধি করতে হবে দ্রুততার সঙ্গে, যাতে মানুষ সরাসরি সুফল পায়।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্যাংকের তারল্য সংকট কাটাতে হবে
-ইব্রাহিম খালেদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর