বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, করোনা পরিস্থিতিতে ভয়াবহ সংকটে পড়েছে দেশ। এই সংকটে ব্যাংকিং খাত আরও দুর্বল হয়ে যাবে। তারল্য সংকট তীব্র হতে পারে। এ জন্য ব্যাংকগুলোকে আমানত সংগ্রহের সুযোগ দিতে হবে। তারল্য সংকট কাটাতে না পারলে খুবই শ্লথ হয়ে পড়বে ব্যাংকিং কার্যক্রম। ক্ষুদ্র ব্যবসায়ীরা কঠিন সমস্যায় রয়েছেন। তাদের অর্থায়ন করা জরুরি। এ জন্য এখনই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ইব্রাহীম খালেদ বলেন, সরকার যে সুদহার নীতি নিয়েছে সেটি নিয়ে ভাবতে হবে। কম সুদে ঋণ দিতে হবে ব্যাংকগুলোকে। কিন্তু ব্যাংকের হাতে টাকা নেই। বর্তমান সংকটের কারণে পরিস্থিতির আরও অবনতি হবে। ঋণ আদায় হচ্ছে না। বিপুলসংখ্যক খেলাপি আগে থেকেই আছে। নতুন করে আরও খেলাপি ঋণের পরিমাণ বাড়তে পারে। ব্যাংকের অন্যান্য ক্ষেত্রে আয় কমে যাবে। তাই এ সংকট দ্রুত কেটে যাবে বলে আমি মনে করি না। তিনি বলেন, রেমিট্যান্স কমে যাওয়া খুবই শঙ্কার। করোনা-পরবর্তী সময়ে রেমিট্যান্স বাড়াতে না পারলে সংকট দীর্ঘায়িত হবে। মানুষের আয়বৈষম্য নিয়ে করোনা পরিস্থিতির পরে দেশের অর্থনীতি কঠিন সংকটের মধ্যে পড়বে। বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ ছাড়াও যারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তারাও সংকটের মধ্যে রয়েছেন। প্রতিষ্ঠান বন্ধ থাকলে তারা কেউ বেতন পাবেন না। এদের নিয়ে রাষ্ট্রের এত দিন কোনো চিন্তা ছিল না। স্বাস্থ্য খাতের যে করুণ চিত্র আমরা দেখছি সেটি খুবই বেদনাদায়ক। তিনি বলেন, এই সংকট মুহূর্ত কেটে যাওয়ার পর বাংলাদেশের অর্থনীতি নিয়ে সরকারকে নতুন নীতি নিতে হবে। বাংলাদেশে প্রান্তিক মানুষ থেকেই কর আদায় বেশি করা হচ্ছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ খুবই অপ্রতুল। নিম্ন আয়ের মানুষের কাছ থেকে কর নিয়ে খরচ করা হয়েছে কর্মকর্তাদের বেতন ও অপ্রয়োজনীয় বহু প্রকল্পে, যার সুবিধা সাধারণ মানুষ পায়নি। যদি পেত এখন আমরা এই সংকট দেখতাম না। এসব সংকটে প্রভাব পড়বে পুরো ব্যাংকিং কার্যক্রমে। রপ্তানি-বাণিজ্য নিয়ে যে ধরনের নীতি আছে, সেটি নিয়েও পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রচুর বরাদ্দ বৃদ্ধি করতে হবে দ্রুততার সঙ্গে, যাতে মানুষ সরাসরি সুফল পায়।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার