শিরোনাম
শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে (র‌্যাব-২) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কবির হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোরের দিকে লিংক রোডে র‌্যাবের চেকপোস্টে তল্লাশি চলাকালে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নিহত কবির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। তিনি মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি অস্ত্র এবং বাকি ১১টি মাদকের            মামলা। র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বলেন, পঙ্গু হাসপাতালের সামনের সড়কে র‌্যাবের চেকপোস্ট চলছিল। ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে শ্যামলীর দিক থেকে দুজন আসেন। চেকপোস্টের ঠিক আগে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন নেমে যান। এরপর হঠাৎ মোটরসাইকেল থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান করে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে। যার মধ্যে দুটি অস্ত্র এবং বাকিগুলো বড় ধরনের মাদক মামলা।

সর্বশেষ খবর