শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মিয়ানমার নিয়ে জাতিসংঘের কী ভূমিকা

কথা ছিল রোহিঙ্গারা দ্রুততম সময়ে নিরাপদে মিয়ানমারে ফিরে যাবে। জাতিসংঘের উদ্যোগে সব কিছু হবে এমন আশাই ছিল সবার। কিন্তু গত তিন বছরে জাতিসংঘ ও আন্তর্জাতিক বৃহৎ শক্তিগুলো সামান্য অগ্রগতিও সাধন করতে পারেনি। একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির কোনো কার্যকর উদ্যোগও নেই। কোনো প্রস্তাব পাস করা যায়নি নিরাপত্তা পরিষদে। বরং কোনো কোনো রাষ্ট্র মিয়ানমারের পক্ষে ক্রমাগত ভোট দিয়ে যাচ্ছে। তাহলে কবে মিয়ানমারকে চাপ প্রয়োগ করে অনুকূল পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। সার্বিক বিষয়ে জাতিসংঘের কর্মকান্ড নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রতিবেদক জুলকার নাইন, জিন্নাতুন নূর ও নাসিমুল হুদা

 

জাতিসংঘের অবস্থানকে যুক্তিযুক্ত বলার সুযোগ নেই

 

সদস্যদের পারস্পরিক অসহযোগিতায় বেকায়দায় পড়েছে জাতিসংঘ

 

পররাষ্ট্রনীতিতে সতর্কতা ও তৎপরতা বাড়ানো দরকার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর