সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাইস্কুল মাঠে খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে ছিলেন তিনি। গত এক বছর ধরে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি। তাকে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে র্যাব। টাঙ্গাইল র্যাব স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল তাকে শনাক্ত করে। এই ব্যক্তির নাম মুন্টু চন্দ্র (৫৪)। তিনি নওগাঁর মহাদেবপুর থানার কুড়াইল গ্রামের নিরেন চন্দ্রের ছেলে। গত বছরের ২০ মে নিজ এলাকা থেকে নিখোঁজ হন। পরে তার পরিবার অনেক খুঁজেও তাকে না পেয়ে, তার ফিরে আসার আশা ছেড়ে দেয়। গত বছরের ৭ জুন নওগাঁ জেলার মহাদেবপুর থানায় একটি জিডি করে নিখোঁজের পরিবার। র্যাব জানায়, গত ১৮ মার্চ রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাইস্কুল মাঠে খোলা আকাশের নিচে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পড়ে ছিলেন। তখন টহলরত র্যাব-১২ এর একটি আভিযানিক দলের নজরে আসেন ওই ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করলে, তার নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। পরে তাকে র্যাব-১২ হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তীতে মোবাইলে তার ছবি তুলে ফেসবুকে আপলোড করা হয়। যোগাযোগের জন্য র্যাবের মোবাইল নম্বর দেওয়া হয়। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে, তার আত্মীয়-স্বজন ফেসবুকে তার ছবি দেখে চিনতে পারেন। র্যাবের মোবাইল নম্বরে তারা যোগাযোগ করেন। তাদের জন্মসনদ, জিডি কপিসহ র্যাব-১২-তে আসতে বলা হয়। প্রমাণাদির সত্যতা পাওয়ায় ওই ব্যক্তিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
এক বছর ধরে নিখোঁজ ব্যক্তি পড়ে ছিলেন মাঠে পরিবারে ফেরাল র্যাব
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর