রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

এক বছর ধরে নিখোঁজ ব্যক্তি পড়ে ছিলেন মাঠে পরিবারে ফেরাল র‌্যাব

টাঙ্গাইল প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাইস্কুল মাঠে খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে ছিলেন তিনি। গত এক বছর ধরে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি। তাকে শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে র‌্যাব। টাঙ্গাইল র‌্যাব স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের                 নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল তাকে শনাক্ত করে। এই ব্যক্তির নাম মুন্টু চন্দ্র (৫৪)। তিনি নওগাঁর মহাদেবপুর থানার কুড়াইল গ্রামের নিরেন চন্দ্রের ছেলে। গত বছরের ২০ মে নিজ এলাকা থেকে নিখোঁজ হন। পরে তার পরিবার অনেক খুঁজেও তাকে না পেয়ে, তার ফিরে আসার আশা  ছেড়ে দেয়। গত বছরের ৭ জুন নওগাঁ জেলার মহাদেবপুর থানায় একটি জিডি করে নিখোঁজের পরিবার। র‌্যাব জানায়, গত ১৮ মার্চ রাতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা হাইস্কুল মাঠে  খোলা আকাশের নিচে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পড়ে ছিলেন। তখন টহলরত র‌্যাব-১২ এর একটি আভিযানিক দলের নজরে আসেন ওই ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদ করলে, তার নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। পরে তাকে র‌্যাব-১২ হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তীতে মোবাইলে তার ছবি তুলে ফেসবুকে আপলোড করা হয়। যোগাযোগের জন্য র‌্যাবের মোবাইল নম্বর  দেওয়া হয়। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে, তার আত্মীয়-স্বজন ফেসবুকে তার ছবি দেখে চিনতে পারেন। র‌্যাবের মোবাইল নম্বরে তারা যোগাযোগ করেন। তাদের জন্মসনদ, জিডি কপিসহ র‌্যাব-১২-তে আসতে বলা হয়। প্রমাণাদির সত্যতা পাওয়ায় ওই ব্যক্তিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর