করোনাভাইরাস রোগীর সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ মহামারী আক্রান্ত দেশ হয়ে দাঁড়িয়েছে ভারত। গতকাল সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে টানা ছয় দিন দেশটিতে ১ লাখের বেশি রোগী মিলল। গত রবিবার শনাক্ত রোগীর সংখ্যা প্রথমবারের মতো দেড় লাখ ছাড়ায়। রয়টার্স জানিয়েছে, নতুন এই রোগীদের নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে, পেছনে ফেলেছে ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজারেরও বেশি রোগী নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে। ৩ কোটি ১২ লাখেরও বেশি আক্রান্ত নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে আছে। রবিবার মহামারীতে ভারতে আরও ৯০৪ জনের মৃত্যু হয়েছে, এতে মৃতের মোট সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর ভারত চতুর্থ স্থানে আছে। মহামারীতে আক্রান্ত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র শীর্ষে আছে। আগের ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৬৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত ও ৩৪৯ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে। চলতি সপ্তাহেই স্থানীয় সরকার রাজ্যটিতে সর্বাত্মক লকডাউন জারি করতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মহারাষ্ট্রের পর শনাক্ত মোট রোগীর সংখ্যায় শীর্ষে থাকা অপর রাজ্যগুলো হলো কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু ও অন্ধ্র প্রদেশ। মহামারীতে পর্যুদস্ত হওয়ার পরও ভারতে এখনো নানা ধর্মীয় অনুষ্ঠানে লোকজন ভিড় করছেন। সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বলাই নেই। উত্তরাখন্ড রাজ্যের হরিদ্বারে গঙ্গা নদীর তীরে কুম্ভমেলায় এরই মধ্যে সারা দেশ থেকে লাখ লাখ লোকে এসে জড়ো হয়েছেন। বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় মেলায় কভিড-১৯ জনিত বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন হচ্ছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। মহামারী পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে উঠলেও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। লাখ লাখ লোক তাদের নির্বাচনী সমাবেশে যোগ দিচ্ছে। মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার চিত্র সেসব সমাবেশে দেখাই যায় না। এদিকে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছিল ১৩ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৯৭৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ২৯ লাখ ৫১ হাজার ২৭৮ জন। প্রতিদিন নতুন করে আক্রান্ত যোগ হচ্ছে প্রায় ৬ লাখ সাড়ে ৩২ হাজার করে এবং মৃত্যু যোগ হচ্ছে ৮ হাজার করে। গত রবিবার ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে ব্রাজিলে। দেশটিতে এদিন নতুন মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৮২৪ জন। এ ছাড়া এদিন আক্রান্তের দিক থেকে শীর্ষ দেশ ছিল ভারত। আক্রান্তের এ সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৯১৪ জন। বিশ্বে এদিন নতুন আক্রান্ত ছিল ৬ লাখ ৩২ হাজার ৫১৭ জন এবং মৃত্যু ছিল ৮ হাজার ৫০ জন।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
করোনায় আক্রান্তে ব্রাজিলকে ছাড়িয়ে গেল ভারত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর