করোনাভাইরাস রোগীর সংখ্যায় ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ মহামারী আক্রান্ত দেশ হয়ে দাঁড়িয়েছে ভারত। গতকাল সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে টানা ছয় দিন দেশটিতে ১ লাখের বেশি রোগী মিলল। গত রবিবার শনাক্ত রোগীর সংখ্যা প্রথমবারের মতো দেড় লাখ ছাড়ায়। রয়টার্স জানিয়েছে, নতুন এই রোগীদের নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে, পেছনে ফেলেছে ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজারেরও বেশি রোগী নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে। ৩ কোটি ১২ লাখেরও বেশি আক্রান্ত নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে আছে। রবিবার মহামারীতে ভারতে আরও ৯০৪ জনের মৃত্যু হয়েছে, এতে মৃতের মোট সংখ্যা ১ লাখ ৭০ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর ভারত চতুর্থ স্থানে আছে। মহামারীতে আক্রান্ত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র শীর্ষে আছে। আগের ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৬৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত ও ৩৪৯ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে। চলতি সপ্তাহেই স্থানীয় সরকার রাজ্যটিতে সর্বাত্মক লকডাউন জারি করতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মহারাষ্ট্রের পর শনাক্ত মোট রোগীর সংখ্যায় শীর্ষে থাকা অপর রাজ্যগুলো হলো কেরালা, কর্ণাটক, তামিল নাড়ু ও অন্ধ্র প্রদেশ। মহামারীতে পর্যুদস্ত হওয়ার পরও ভারতে এখনো নানা ধর্মীয় অনুষ্ঠানে লোকজন ভিড় করছেন। সেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বলাই নেই। উত্তরাখন্ড রাজ্যের হরিদ্বারে গঙ্গা নদীর তীরে কুম্ভমেলায় এরই মধ্যে সারা দেশ থেকে লাখ লাখ লোকে এসে জড়ো হয়েছেন। বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় মেলায় কভিড-১৯ জনিত বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন হচ্ছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। মহামারী পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে উঠলেও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। লাখ লাখ লোক তাদের নির্বাচনী সমাবেশে যোগ দিচ্ছে। মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার চিত্র সেসব সমাবেশে দেখাই যায় না। এদিকে ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছিল ১৩ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৯৭৪ জন এবং মৃত্যুর সংখ্যা ছিল ২৯ লাখ ৫১ হাজার ২৭৮ জন। প্রতিদিন নতুন করে আক্রান্ত যোগ হচ্ছে প্রায় ৬ লাখ সাড়ে ৩২ হাজার করে এবং মৃত্যু যোগ হচ্ছে ৮ হাজার করে। গত রবিবার ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে ব্রাজিলে। দেশটিতে এদিন নতুন মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৮২৪ জন। এ ছাড়া এদিন আক্রান্তের দিক থেকে শীর্ষ দেশ ছিল ভারত। আক্রান্তের এ সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৯১৪ জন। বিশ্বে এদিন নতুন আক্রান্ত ছিল ৬ লাখ ৩২ হাজার ৫১৭ জন এবং মৃত্যু ছিল ৮ হাজার ৫০ জন।
শিরোনাম
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব