করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন শতভাগ কার্যকর না হলেও জনসমাগম সীমিত হওয়ায় কমে আসছে সংক্রমণ হার। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় সংক্রমণ হার শনাক্ত হয়েছে ১০ দশমিক ৪৮ শতাংশ, যা ৩৮ দিনের মধ্যে সর্বনিম্ন। তবে গতকালও ৭৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৫৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৯২ জন। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন। এর মধ্যে মারা গেছেন ১১ হাজার ৩০৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন। এদিকে দেশে গত ১৪ এপ্রিল থেকে চলছে সর্বাত্মক লকডাউন। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানতে দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি। তবে গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ির কারণে রাজধানীতে প্রতিদিনই দেখা যাচ্ছে যানজট। হাটবাজারের কোথাও স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না। প্রতিটি বাজারে মাস্ক ছাড়াই গাদাগাদি করে কেনাকাটা করছে মানুষ। তারপরও লকডাউনে বিভিন্ন অফিস বন্ধ ও চলাচল সীমিত হওয়ায় ১৭ এপ্রিল থেকে (২৫ এপ্রিল বাদে) টানা কমছে সংক্রমণ হার। তবে ধীরগতিতে সংক্রমণ হার কমা ও ভারতে ভাইরাসটির তান্ডবের কারণে সরকার আবারও লকডাউনের সীমা বাড়িয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ১৪ দিনের লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করতে পারলে সংক্রমণ হার হয়তো ৫ শতাংশের নিচে নেমে আসত। পুরো ফেব্রুয়ারি মাসে সংক্রমণ হার ৪ শতাংশের নিচে ছিল। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭৭ জনের মধ্যে ৪৩ জন ছিলেন পুরুষ ও ৩৪ জন নারী। ৭৬ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৫২ জন ষাটোর্ধ্ব, ১২ জন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব, আটজন ত্রিশোর্ধ্ব ও দুইজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ৪৬ জন ঢাকায়, নয়জন চট্টগ্রামে, পাঁচজন রাজশাহীতে, সাতজন খুলনায়, পাঁচজন বরিশালে, দুজন সিলেটে, দুজন ময়মনসিংহে ও একজন রংপুরে মারা গেছেন।
শিরোনাম
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
কমে আসছে সংক্রমণ হার
২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৯৫৫, মৃত্যু ৭৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর