বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

দেশজুড়ে বিধিনিষেধের যৌক্তিকতা কী

দেশজুড়ে দফায় দফায় বাড়ছে বিধিনিষেধ (লকডাউন)। সর্বশেষ নির্দেশনায় ১৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এভাবে ঢালাওভাবে সারা দেশে বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, করোনায় সংক্রমণ যেখানে বেশি সেখানে কঠোর বিধিনিষেধ থাকা জরুরি। যেখানে কম সেখানে এ ধরনের নামকাওয়াস্তে লকডাউনের বিজ্ঞানসম্মত যুক্তি নেই। কেউ কেউ এও বলছেন, যেখানে সংক্রমণ কম সেখানেও বিধিনিষেধ একেবারে তুলে নেওয়া ঠিক হবে না। সারা দেশেই এখনো কমবেশি বিধিনিষেধের প্রয়োজন রয়েছে। এ নিয়ে তিনজন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক-মাহমুদ আজহার

 

যেখানে সংক্রমণ বেশি সেখানেই লকডাউন

 

দেশজুড়ে দেওয়ার বিজ্ঞানসম্মত যুক্তি নেই

 

সভাসমাবেশ গায়ে গা লাগিয়ে চলা যাবে না

সর্বশেষ খবর