শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মদিনা কুয়েত কাঠমান্ডু রুটে চলবে বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রাষ্ট্রীয় বিমান সংস্থাটি জানিয়েছে, আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু এবং ১০ অক্টোবর  থেকে ঢাকা-মদিনা এবং ঢাকা-কুয়েত রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হবে। যাত্রীরা এখন থেকেই এসব রুটের টিকেট কিনতে পারবেন। করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান চলাচল সীমিত হয়ে পড়ার পর ধীরে ধীরে ফ্লাইট চলাচল বাড়াচ্ছে বিমান। বিমান জানায়, কাঠমান্ডু ফ্লাইট ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। কাঠমান্ডু থেকে ফিরতি ফ্লাইট সেদেশের সময় সকাল ১১টা ২৫ মিনিটে। আর ঢাকা থেকে প্রতি রবি ও বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে মদিনা ফ্লাইট ছাড়বে। ফিরতি ফ্লাইট  সৌদি আরব সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কুয়েতের ফ্লাইট ঢাকা ছাড়বে প্রতি রবিবার রাত পৌনে ৮টায় এবং প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। কুয়েত  থেকে বিমানের ফ্লাইট প্রতি সোমবার স্থানীয় সময় মধ্যরাত ১২টায় এবং প্রতি মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে।

সর্বশেষ খবর