ভারত সীমান্ত লাগোয়া মিয়ানমারের ফালাম এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়। গতকাল বাংলাদেশ সময় বিকাল ৪টা ১২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। ভূমিকম্পের উৎস ছিল মিয়ানমারের ফালাম থেকে ১৮ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৫৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
বাংলাদেশের ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পুবে ও ভারতের মিজোরাম রাজ্যের সাইহা থেকে ১০১ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ছিল এর অবস্থান। তিন পার্বত্য জেলা, রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, শুক্রবার বিকাল ৪টা ১২ মিনিটে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর আগে চট্টগ্রামে নভেম্বরে তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী মাঝারি আকারের এ কম্পনটি আঘাত হানে বিকাল ৪টা ১২ মিনিটে। যার স্থায়িত্ব ছিল ৩১ সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার-ইন্ডিয়া বর্ডারে। যা কেন্দ্র থেকে ৩৫২ কিলোমিটার পুব-দক্ষিণ-পুবে। তবে এ কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে চট্টগ্রামে ২৬, ২৭ ও ২৯ নভেম্বর তিন দিন রিখটার স্কেলে এক দিন ৬ দশমিক ১ এবং দুই দিন ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।