মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

পঞ্চম শ্রেণির ছাত্রীকে পুত্রবধূ করে নিলেন স্কুল শিক্ষিকা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নিজের স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী শারমিন খাতুনকে (১১) পুত্রবধূ করে ঘরে তুলেছেন স্কুল শিক্ষিকা শামসুন নাহার। বর আবদুর রহমান (১৬) দশম শ্রেণির ছাত্র। গত ২০ মার্চ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের কাজ সম্পন্ন করেন সদর উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ ঘটনা জানাজানি হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। ওই স্কুল শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের বিলপাড়ার দিনমজুর আসোক আলীর মেয়ে শারমিন খাতুন বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ২০ মার্চ ওই ছাত্রীর বিয়ে দেওয়া হয় যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবদুর রহমানের সঙ্গে। বিয়ের আয়োজন করেন বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও বরের মা শামসুন নাহার। অভিযুক্ত স্কুল শিক্ষিকা শামসুন নাহার বলেন, আমার বৃদ্ধ মায়ের শরীরিক অবস্থা খুব খারাপ। আমার মা নাত বৌ দেখতে চান। মায়ের ইচ্ছা পূরণের জন্য আমার ছেলের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে রেজিস্ট্রি করা হয়নি। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে পড়ানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া জানান, বিষয়টি জানার পর প্রাথমিকভাবে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযুক্ত স্কুল শিক্ষিকা শামসুন নাহার বিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর