শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা
কৃষি

কেঁচো সারে ভাগ্য বদল

ঠাকুরগাঁও প্রতিনিধি

কেঁচো সারে ভাগ্য বদল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কেঁচো সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন অর্ধশতাধিক নারী। গুণগত মান ভালো হওয়ায় তাদের উৎপাদিত এ সার স্থানীয় চাহিদা পূরণ করে আশপাশের অনেক এলাকার কৃষকদের চাহিদা পূরণ করছে। মাত্র এক বছরের মধ্যে নিজেদের সফল খামারি হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন এ নারীরা। সরেজমিন দেখা যায়, অবসর সময়কে কাজে লাগিয়ে নিজেদের    ভাগ্য বদলেছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের নারীরা। ফসলের খেতে রাসায়নিক সার ব্যবহারের অতিরিক্ত খরচ কমাতে কেঁচো দিয়ে সার উৎপাদন শুরু করেন তারা। এতে কোনো ধরনের টাকা খরচ করতে হচ্ছে না। বিনা খরচে কেঁচো সার উৎপাদন করে নিজেদের স্বাবলম্বী করতে পেরে খুশি তারা। জানা যায়, ২০২১ সালে রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাগুয়া ও চকলাপাড়া এলাকায় ‘জৈব কৃষি চর্চা নারী উন্নয়ন জনসংগঠন’ গড়ে ওঠে। যার মাধ্যমে ৬৬ জন নারীকে কেঁচো দিয়ে সার উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে এ সংগঠনের উদ্যোগে গড়ে তোলা হয় কেঁচো সার তৈরির শেড। অবসর সময়ে এখানেই ওই নারীদের ব্যস্ত সময় কাটে। কেঁচো দিয়ে সার উৎপাদন কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে কৃষির উপকারের পাশাপাশি কর্মসংস্থানও হবে। রানীশংকৈল উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ জানালেন, কেঁচো সার উৎপাদনে জড়িত নারীদের প্রশিক্ষণ ও তাদের মনিটরিং করা হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর