বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

হাজারীবাগ বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

হাজারীবাগ বস্তিতে আগুন

রাজধানীর হাজারীবাগ বস্তিতে গতকাল আগুন লাগে -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর হাজারীবাগে একটি বস্তিতে আগুন লেগে অন্তত ১৫টি টিনশেড ঘর পুড়ে গেছে। বটতলা কালুনগর বালুর মাঠ এলাকার ওই বস্তিতে গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, বটতলা বাজার এলাকার একটি বস্তিতে আগুনে ছোট ছোট ১৫-১৬টি টিনশেড ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের প্রথম দুইটি ইউনিট সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 এরপর পর্যায়ক্রমে সিদ্দিকবাজার, পলাশী, হাজারীবাগ, তেজগাঁও, মোহাম্মদপুর, কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অনেকগুলো ছোট ছোট টিনশেড ঘর এবং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর