বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পাহাড়ে বারোমাসি আম

খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ে বারোমাসি আম

পাহাড়ে এবার বারোমাসি কাটিমন আমের চাষ ও বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু হয়েছে। মানিকছড়ি উপজেলার সফল উদ্যোক্তা এনামুল হক ২০১৬ সালে পাহাড়ে প্রথম এ আমের চাষ শুরু করে সফল হয়েছেন। এনামুল হক জানান, ১ হাজার গাছ থেকে ৭ মেট্রিক টন আম বাজারজাত করতে সক্ষম হয়েছেন তিনি। পাহাড়ে বারোমাসি আমের বাগানের সফলতার খবর পেয়ে সম্প্রতি বাগান ঘুরে দেখে গেছেন কৃষি বিভাগের খাগড়াছড়ির উপপরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদার। তিনি জানান, এ আমের চাষ পাহাড়ের কৃষি অর্থনীতি এগিয়ে নেবে।

জানা গেছে, মানিকছড়ির ২২৪ নম্বর কুমারী মৌজার বড়টিলায় ২০ একর টিলাভূমির ঢালুতে ১ হাজার মাল্টা, ১ হাজার বারোমাসি কাটিমন আমের চারা দিয়ে মিশ্র ফলের বাগান শুরু করেন তিনি। ২০২০ সালেও নতুন করে আমের চারার পরিমাণ বাড়িয়ে বাগানের পরিধি বৃদ্ধি করেন। এরপর শ্রম ও অর্থ ব্যয়ে মিশ্র ফলদ বাগান পরিচর্যা ও আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেতে কৃষিবিদদের নিয়মিত সহায়তা নিয়ে ছয় বছরেই বাগানটিকে বাণিজ্যিক উৎপাদনে নিতে সক্ষম হন। প্রথমে মাল্টা বাজারজাত করে সফলতার দ্বার উন্মোচিত হয় তাঁর। চলতি মাসে বারোমাসি কাটিমন আম উৎপাদন হয় ৭ হাজার কেজি। আমের ভরা মৌসুমে কেজি ২০০ টাকা এবং বর্তমানে ৪০০ টাকা করে পাইকারি বিক্রি করেন। এক-তৃতীয়াংশ বারোমাসি আম গাছ আবারও নতুন ফুল-ফলে ভরে উঠেছে। বারোমাসি আমের বাগান দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছে। সফল উদ্যোক্তা এনামের দেখাদেখি অনেকেই এ আম চাষে ঝুঁকে পড়েছেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর