বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সস্তায় ডলার কিনে জুয়ায় বিনিয়োগ!

নিজস্ব প্রতিবেদক

ভুয়া লিঙ্ক ব্যবহার করে বিদেশিদের তথ্য চুরি করত একটি চক্র। এরপর সেসব তথ্য ব্যবহার করে পেপ্যাল অ্যাকাউন্ট খুলে ফ্রিল্যান্সারদের ডলার কেনার প্রস্তাব দেওয়া হতো। ফ্রিল্যান্সাররাও এ চক্রের সদস্যদের কাছে কম টাকায় ডলার বিক্রি করতেন। এরপর এ চক্রের সদস্যরা ওই ডলার বিভিন্ন জুয়ায় বিনিয়োগ করতেন। ভুয়া পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে  গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন ফয়সাল শেখ ও রাজ মোহাম্মদ শেখ। সোমবার রাতে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯২ লাখ টাকা, ৫৯টি মোবাইল ফোন, একটি পকেট রাউটার ও দুটি ল্যাপটপ জব্দ করা হয়। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যে আয় করেন তা সহজে ডলার থেকে টাকায় রূপান্তর করতে পারেন না। তারা গ্রেফতার আসামিদের মাধ্যমে সস্তায় ডলার পেপ্যাল অ্যাকাউন্টে স্থানান্তর করেন। আসামিরা ১১২ টাকার ডলার ৮৫ টাকায় কিনে জুয়ায় বিনিয়োগ করেছেন। ডিবিপ্রধান হারুন আরও বলেন, বিদেশি আইডেন্টিটি চুরি করে তা ব্যবহার অবৈধ। পেপ্যাল বাংলাদেশে ব্যবহারও অবৈধ। গ্রেফতার ফয়সাল ৫৯টি মোবাইল ফোন ব্যবহার করতেন। একেক মোবাইলে একেক লেনদেন হতো, যা একরকম ডিজিটাল হুন্ডি। গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর