শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

শাহজালালে ১৭ ব্রাউনি পেঁচা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

শাহজালালে ১৭ ব্রাউনি পেঁচা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭টি বিদেশি ব্রাউনি পেঁচা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস (ডিসিএইচ)। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পেঁচা উদ্ধার করা হয়। পরে আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও পাখিগুলো বন বিভাগে হস্তান্তর করে  ডিসিএইচ কর্তৃপক্ষ। রাতেই পাখিগুলো গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষে হস্তান্তর করা হয়েছে। গতকাল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মেসার্স শাহজালাল পেটস্ অ্যান্ড ফার্মিং আমদানিকারক প্রতিষ্ঠান মালি থেকে বৈধভাবে আনা ১৫টি হর্নবিল পাখির সঙ্গে এনওসিবহির্ভূত ১৭টি ব্রাউনি পেঁচা আনে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস কর্তৃপক্ষ এনওসিবহির্ভূত ব্রাউনি পেঁচাগুলো উদ্ধার করে। পরে কাস্টমস আইন লঙ্ঘন করায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের কাছ থেকে ১৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাখিগুলো পরিপালন ও সংরক্ষণের জন্য রাত সাড়ে ৮টার দিকে সাফারি পার্ক কর্তৃপক্ষে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর