মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

বেলুন নিয়ে পাল্টাপাল্টি যুক্তরাষ্ট্র-চীন

প্রতিদিন ডেস্ক

নজরদারি বেলুনকাণ্ডে এবার চীন পাল্টা অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বেইজিং বলেছে, গত বছরে অন্তত ১০ বারের বেশি চীনের আকাশ সীমা লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্রের বেলুন। সূত্র : বিবিসি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ আশপাশের এলাকায় চারটি বেলুন ও রহস্যজনক বস্তুর খোঁজ পাওয়ার ঘটনার পর এ অভিযোগ করল চীন। এই বেলুনকাণ্ডে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফরও বাতিল করেছেন। এরপর শুরু হয়েছে দুই দেশের কথার লড়াই। এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় যুক্তরাষ্ট্রও অন্য দেশের আকাশ সীমা হরহামেশাই লঙ্ঘন করে থাকে। গেল এক বছরেই যুক্তরাষ্ট্রের বেলুনগুলো ১০ বারের বেশি চীনের আকাশসীমায় উড়েছে। এ ক্ষেত্রে কোনো অনুমোদনও নেয়নি যুক্তরাষ্ট্র।’ এদিকে বেইজিংয়ের পাল্টা অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

সর্বশেষ খবর