শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

প্রচারণায় আনোয়ার আরিফও অনড়

সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রচারণায় আনোয়ার আরিফও অনড়

ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগের পাশাপাশি প্রচারণায় ভিন্নতা এনেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। পেশাজীবী সংগঠন ও নগরীতে বসবাসকারী উপজেলাভিত্তিক ভোটারদের টার্গেট করে প্রচারণায় নেমেছেন তিনি। তাদের নিয়ে মতবিনিময় সভা করে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। প্রচারণার এ কৌশল দিয়ে তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও উপজেলাভিত্তিক ভোটারদের সমর্থনও আদায় করে নিচ্ছেন। অন্যদিকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী না হলে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য নির্বাচনী মাঠ অনেকটাই ফাঁকা- এমনটা মনে করছেন নগরবাসী। আরিফের নির্বাচনে অংশগ্রহণও অনিশ্চিত। আজ শনিবার তিনি সমাবেশ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা। তবে সেই সমাবেশ থেকে আরিফ নির্বাচন না করার ঘোষণাই দিতে পারেন, এমনটা নিশ্চিত হওয়া গেছে তাঁর ঘনিষ্ঠজনদের থেকে। আরিফবিহীন মাঠ ফাঁকা হলেও বসে নেই আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন প্রচারণা। দলের নেতা-কর্মীরাও মাঠে নেমেছেন তাঁর পক্ষে। শুরুতে এলাকাভিত্তিক গণসংযোগে ব্যস্ত থাকলেও কয়েক দিন থেকে ভিন্নতা এনেছেন প্রচারণায়। এখন তিনি পেশাজীবী ও নগরীতে বসবাসকারী উপজেলাভিত্তিক ভোটারদের টার্গেট করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে সিলেটে অবস্থানরত নিজের উপজেলা বালাগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে মতবিনিময় সভা করেছেন। ওই সভাগুলোয় উপস্থিত ভোটাররা আনোয়ারুজ্জামানের প্রতি তাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন। এ ছাড়া সিলেট বিভাগের সব পৌর মেয়রকে নিয়েও সিলেটে সভা করেছেন। সেই সভা থেকে পৌর মেয়ররা নিজেদের সমর্থন ব্যক্ত করার পাশাপাশি সিলেট নগরীতে বসবাসরত তাদের নিজ নিজ এলাকার জনসাধারণকে আনোয়ারুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া আনোয়ারুজ্জামান ইতোমধ্যে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ব্যবসায়ীদের কয়েকটি সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন। পরিবহন শ্রমিকদের কয়েকটিসহ পেশাজীবী বিভিন্ন সংগঠনের সঙ্গে পৃথক মতবিনিময় করেছেন। সবকটি সভা থেকে সিটি নির্বাচনে মেয়র পদে আনোয়ারুজ্জামানকে সমর্থন জানানো হয়।

গত বৃহস্পতিবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ‘কেমন হবে আগামীর ব্যবসাবান্ধব সিলেট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় মেয়র প্রার্থীদের মধ্যে কেবল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ওই সভায় সিলেটের ব্যবসা-বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীরা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন। আনোয়ারুজ্জামানও মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসা-বাণিজ্য নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন। ওই সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে আনোয়ারুজ্জামানকে সমর্থন জানানো হয়। এর আগে সিলেট পেট্রল পাম্প অ্যান্ড সিএনজি রিফুয়েলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আনোয়ারুজ্জামানকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায়ও সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় আনোয়ারুজ্জামানের পক্ষে তাঁদের সমর্থনের কথা ব্যক্ত করেন। এদিকে প্রচারণার কৌশলে পিছিয়ে থাকলেও বসে নেই জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান। আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প হিসেবে নিজেদের পক্ষে সমর্থন আদায়ে তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পরিবর্তনের স্লোগান নিয়ে তাঁরা চেষ্টা করছেন ভোটারদের কাছে টানতে। আওয়ামী লীগবিরোধী বলয়ের ভোটারদের টার্গেট করেই তাঁদের মূল প্রচারণা চলছে। প্রচারণায় নেমে নগরবাসীর কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ার কথা জানিয়েছেন নজরুল ইসলাম বাবুল ও মাওলানা মাহমুদুল হাসান।

সর্বশেষ খবর