সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

হাত-পা ও মুখ বেঁধে হত্যা ভ্যানচালককে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় হাত-পা ও মুখ বেঁধে এক ভ্যানচালককে জবাই করা হয়েছে। ঘটনার সময় তার সঙ্গে থাকা ভ্যানযাত্রীকেও বেঁধে মারপিট করা হয়েছে। তিনি কাঁচামাল ব্যবসায়ী। এ ঘটনায় দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশাভ্যান এবং ব্যবসায়ীর নগদ টাকা লুট করে নিয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সেনভাগ দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ রবিবার ভোরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। নিহত ভ্যানচালকের নাম কালু কাজী (৪৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর  গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় আহত কাঁচামাল ব্যবসায়ীর নাম আবদুল আউয়াল (৫২)। তিনি পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের বাসিন্দা। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ভ্যানচালক কালু গাজীকে নিয়ে গত রাত সাড়ে ৩টার দিকে ব্যবসায়ী আবদুল আউয়াল কাঁচামাল কিনতে নাটোরে যাচ্ছিলেন। তারা ভোরে এভাবেই নাটোর থেকে কাঁচামাল (সবজি) এনে পুঠিয়ায় বিক্রি করেন। গত রাতে তারা নাটোরের উদ্দেশে রওনা দিলে জিওপাড়া ইউনিয়নের সেনভাগ দেওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওসি বলেন, আহত কাঁচামাল ব্যবসায়ী আবদুল আউয়াল পুলিশকে জানিয়েছেন, তারা সেনভাগে পৌঁছানোর পর সড়কের পাশে বসে থাকা তিনজন দুর্বৃত্ত প্রথমে তাদের গতিরোধের চেষ্টা করে। এ সময় তারা লাঠি দিয়ে ভ্যানচালক কালুর হাতে আঘাত করে। পরে ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। এ সময় দুর্বৃত্তরা ভ্যানের চাবি চাইলে তাদের সঙ্গে কালুর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কালু ভ্যানের চাবি জঙ্গলের মধ্যে ছুড়ে ফেলে। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। দুর্বৃত্তরা এ সময় তাদের দুজনের পরনের কাপড় খুলে সেগুলো দিয়েই হাত-পা ও মুখ বেঁধে ফেলে। তারা কালুকে মারপিট করতে করতে উত্তরের জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করে। আর তাকে (আউয়ালকে) রাস্তার পাশেই মারপিট করে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। পরে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা নগদ টাকা-পয়সা ও কালুর ব্যাটারিচালিত রিকশাভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন আওয়াল। ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আহত আবদুল আউয়ালকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ভ্যানচালক কালুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর