গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পাঁচ সিটি করপোরেশনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা সিইসিসহ অন্যরা বারবার বলে আসায় তার দল এতে অংশ নিয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। সিটি নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান আরও বলেন, গাজীপুরে হাতপাখা প্রতীকের প্রচারণায় বিধিবহির্ভূতভাবে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা হস্তক্ষেপ করছেন। সেইসঙ্গে বাধা দিয়ে নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতে ও সরকারদলীয় প্রার্থীর পক্ষে তারা কাজ করছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো কোনো ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন।’ ভোট গ্রহণের দিন এমন অবস্থা থাকলে এবং প্রশাসন এমন আচরণ করলে গাজীপুর সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইসলামী আন্দোলন প্রার্থী। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত পরিচ্ছন্ন গাজীপুর সিটি গড়তে নগরবাসীকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গাজী আতাউর বলেন, বিজয়ী হলে তিনি যে কোনো মূল্যে গাসিককে দুর্নীতিমুক্ত করবেন। প্রতি বছর তার, কাউন্সিলর এবং সিটির কর্মকর্তা-কর্মচারীদের আয় বিবরণী প্রকাশ করা হবে। ই-টেন্ডারিং চালু করা হবে। সিটি করপোরেশনের সব কাজ দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কস্ট ইফেক্টিভনেস বিবেচনায় প্রদান করা হবে। বিগত সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, মহানগরের প্রতিটি পরিবারকে সমন্বিত সুপেয় পানি সরবরাহের আওতায় আনা হবে। সে জন্য সারফেস, গ্রাউন্ড ও রেইন ওয়াটারের পরিকল্পিত বৈজ্ঞানিক ব্যবহার করা হবে। পানি শোধনাগার স্থাপন করা হবে। প্রতিটি কারখানায় ইটিপি বাধ্যতামূলক করা হবে। দূষণ প্রতিরোধে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে। পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো শিল্পকারখানা স্থাপন করতে দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি করে- এমন কোনো উন্নয়ন কর্মকা- করা হবে না। গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন করা হবে। গাজী আতাউর বলেন, সর্বসাধারণের জন্য নগর স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। এগুলো আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত হবে। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রেই প্রয়োজনীয় আইসিইউ ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স রাখা হবে। সিটি করপোরেশনের প্রতিটি অফিসে সিটিজেন চার্টার প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। বিশ্বের সেরা নগরভবনগুলোর সঙ্গে মিল রেখে প্রখ্যাত স্থাপত্যবিদ এবং পরিকল্পনাবিদদের তত্ত্বাবধানে নির্মাণ করা হবে গাজীপুর নগরভবন। পাশাপাশি বিভিন্ন জোন কার্যালয়গুলো যাতে আধুনিক মানের করে গড়ে তোলা যায়, সেই চেষ্টাও থাকবে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের
গাজী আতাউর
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর