গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পাঁচ সিটি করপোরেশনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা সিইসিসহ অন্যরা বারবার বলে আসায় তার দল এতে অংশ নিয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। সিটি নির্বাচন নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গাজী আতাউর রহমান আরও বলেন, গাজীপুরে হাতপাখা প্রতীকের প্রচারণায় বিধিবহির্ভূতভাবে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা হস্তক্ষেপ করছেন। সেইসঙ্গে বাধা দিয়ে নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতে ও সরকারদলীয় প্রার্থীর পক্ষে তারা কাজ করছেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কোনো কোনো ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন।’ ভোট গ্রহণের দিন এমন অবস্থা থাকলে এবং প্রশাসন এমন আচরণ করলে গাজীপুর সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ইসলামী আন্দোলন প্রার্থী। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত পরিচ্ছন্ন গাজীপুর সিটি গড়তে নগরবাসীকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গাজী আতাউর বলেন, বিজয়ী হলে তিনি যে কোনো মূল্যে গাসিককে দুর্নীতিমুক্ত করবেন। প্রতি বছর তার, কাউন্সিলর এবং সিটির কর্মকর্তা-কর্মচারীদের আয় বিবরণী প্রকাশ করা হবে। ই-টেন্ডারিং চালু করা হবে। সিটি করপোরেশনের সব কাজ দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কস্ট ইফেক্টিভনেস বিবেচনায় প্রদান করা হবে। বিগত সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, মহানগরের প্রতিটি পরিবারকে সমন্বিত সুপেয় পানি সরবরাহের আওতায় আনা হবে। সে জন্য সারফেস, গ্রাউন্ড ও রেইন ওয়াটারের পরিকল্পিত বৈজ্ঞানিক ব্যবহার করা হবে। পানি শোধনাগার স্থাপন করা হবে। প্রতিটি কারখানায় ইটিপি বাধ্যতামূলক করা হবে। দূষণ প্রতিরোধে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে। পরিবেশ ছাড়পত্র ছাড়া কোনো শিল্পকারখানা স্থাপন করতে দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি করে- এমন কোনো উন্নয়ন কর্মকা- করা হবে না। গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরি স্থাপন করা হবে। গাজী আতাউর বলেন, সর্বসাধারণের জন্য নগর স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। এগুলো আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত হবে। প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রেই প্রয়োজনীয় আইসিইউ ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স রাখা হবে। সিটি করপোরেশনের প্রতিটি অফিসে সিটিজেন চার্টার প্রদর্শন বাধ্যতামূলক করা হবে। বিশ্বের সেরা নগরভবনগুলোর সঙ্গে মিল রেখে প্রখ্যাত স্থাপত্যবিদ এবং পরিকল্পনাবিদদের তত্ত্বাবধানে নির্মাণ করা হবে গাজীপুর নগরভবন। পাশাপাশি বিভিন্ন জোন কার্যালয়গুলো যাতে আধুনিক মানের করে গড়ে তোলা যায়, সেই চেষ্টাও থাকবে।
শিরোনাম
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া