রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

প্রথম লক্ষ্যই কর্মসংস্থান

খায়রুজ্জামান লিটন

প্রথম লক্ষ্যই কর্মসংস্থান

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রথম দফায় মেয়র নির্বাচিত হয়ে নগরীতে উন্নয়নের সূচনা করেছিলাম। মাঝে এক মেয়াদ থাকতে না পারায় সেই উন্নয়নে ছেদ পড়ে। এরপর আবার দায়িত্ব পেয়ে রাজশাহীকে দেশ ও দেশের বাইরে পরিচিত করতে ভূমিকা রেখেছি। সবজু ও পরিষ্কার নগরী হিসেবে রাজশাহী এখন পরিচিত। ব্যাপক উন্নয়ন যজ্ঞ হয়েছে আমার দায়িত্ব নেওয়ার পর। এবার দায়িত্ব পেলে গড়তে চাই কর্মসংস্থান। আমার আগামীর প্রথম লক্ষ্যই কর্মসংস্থান তৈরি। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। লিটন বলেন, আগামী পাঁচ বছর কোন কাজগুলোকে প্রাধান্য দেব, তিলত্তমা নগরী গড়তে কোন কাজগুলো অগ্রাধিকার পাবে- সবকিছু উল্লেখ থাকবে ইশতেহারে। এখন সে কাজটি চলছে। তবে অগ্রাধিকার পাচ্ছে কর্মসংস্থানের বিষয়টি। তিনি বলেন, এবারের স্লোগান, ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।’ আগামী পাঁচ বছরে ৫০ হাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করতে চেয়েছি। কীভাবে আমি সে পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, তার একটা ধারণা থাকবে ইশতেহারে। এ ছাড়া নতুন ও তরুণ ভোটারদের জন্য নেওয়া পরিকল্পনাও স্থান পাবে ইশতেহারে।

সর্বশেষ খবর