গেল প্রায় তিন মাস সিলেটের রাজপথ ছিল শান্ত। ১০ দফা দাবি নিয়ে বিএনপি রাজপথে সরব থাকলেও সিটি নির্বাচন নিয়ে ব্যস্ততা ছিল আওয়ামী লীগের। তাই গত তিন মাস দুই দলের নেতা-কর্মীদের রাজপথে মুখোমুখি হতে হয়নি। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠও তত উত্তপ্ত হয়ে উঠছে। প্রায় তিন মাস পর আজ সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠনগুলো। সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ‘তারুণ্যের সমাবেশ’ আহ্বান করেছে। অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ রেজিস্ট্রারি মাঠে আয়োজন করেছে ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক সমাবেশ। দুই কর্মসূচিতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। দুই দলের শোডাউনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের রাজপথ। সিলেটের রাজপথে আওয়ামী লীগ ও বিএনপি সর্বশেষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছিল গত মার্চে। এরপর সিটি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আওয়ামী লীগ। ফলে বিভিন্ন ইস্যুতে বিএনপি নানা কর্মসূচি পালন করলেও মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের। প্রায় তিন মাস পর আজ ফের রাজপথে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার সরাসরি আওয়ামী লীগ ও বিএনপির ব্যানারে নয়। সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ এবং রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ শিরোনামে সমাবেশ আহ্বান করা হয়েছে। অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি আহ্বান করা হলেও মূলত এতে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। বিকাল ৩টায় সমাবেশ দুটি হওয়ার কথা রয়েছে। সূত্র জানান, আজ সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন স্থানের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলিয়া মাদরাসা মাঠে আসা শুরু করবেন। অন্যদিকে জেলা ও মহানগর যুবলীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাবেন রেজিস্ট্রারি মাঠে। সমাবেশস্থলে যাওয়ার পথে যাতে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক থাকবে। আলিয়া মাদরাসা মাঠে ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’য় প্রধান অতিথি থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। এদিকে গতকাল ‘তারুণ্যের সমাবেশ’ নিয়ে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘দেশের মানুষের এখন ভোটের অধিকার নেই। ১৫ বছরে দেশে ৪ কোটি নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছে না। দেশে কথা বলারও স্বাধীনতা নেই। দেশ ও জনগণের পক্ষে কথা বললেই খুন অথবা গুম হতে হয়। এ পরিস্থিতি উত্তরণের জন্যই দেশজুড়ে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।’ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকার চাকরি প্রদানের বেলায় মেধা-যোগ্যতা বিবেচনা না করে দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন বঞ্চিত এই তরুণরাই সমাবেশ সফল করে তুলবেন।
শিরোনাম
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
বিএনপির তারুণ্যের সমাবেশে যুবলীগের পাল্টা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
৪০ মিনিট আগে | জাতীয়
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার