গেল প্রায় তিন মাস সিলেটের রাজপথ ছিল শান্ত। ১০ দফা দাবি নিয়ে বিএনপি রাজপথে সরব থাকলেও সিটি নির্বাচন নিয়ে ব্যস্ততা ছিল আওয়ামী লীগের। তাই গত তিন মাস দুই দলের নেতা-কর্মীদের রাজপথে মুখোমুখি হতে হয়নি। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠও তত উত্তপ্ত হয়ে উঠছে। প্রায় তিন মাস পর আজ সিলেটে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠনগুলো। সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ‘তারুণ্যের সমাবেশ’ আহ্বান করেছে। অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ রেজিস্ট্রারি মাঠে আয়োজন করেছে ‘তারুণ্যের জয়যাত্রা’ শীর্ষক সমাবেশ। দুই কর্মসূচিতেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। দুই দলের শোডাউনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের রাজপথ। সিলেটের রাজপথে আওয়ামী লীগ ও বিএনপি সর্বশেষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছিল গত মার্চে। এরপর সিটি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আওয়ামী লীগ। ফলে বিভিন্ন ইস্যুতে বিএনপি নানা কর্মসূচি পালন করলেও মুখোমুখি হতে হয়নি আওয়ামী লীগের। প্রায় তিন মাস পর আজ ফের রাজপথে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার সরাসরি আওয়ামী লীগ ও বিএনপির ব্যানারে নয়। সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ এবং রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে ‘তারুণ্যের জয়যাত্রা’ শিরোনামে সমাবেশ আহ্বান করা হয়েছে। অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি আহ্বান করা হলেও মূলত এতে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। বিকাল ৩টায় সমাবেশ দুটি হওয়ার কথা রয়েছে। সূত্র জানান, আজ সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন স্থানের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলিয়া মাদরাসা মাঠে আসা শুরু করবেন। অন্যদিকে জেলা ও মহানগর যুবলীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাবেন রেজিস্ট্রারি মাঠে। সমাবেশস্থলে যাওয়ার পথে যাতে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক থাকবে। আলিয়া মাদরাসা মাঠে ‘তারুণ্যের সমাবেশে’ প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’য় প্রধান অতিথি থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। এদিকে গতকাল ‘তারুণ্যের সমাবেশ’ নিয়ে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘দেশের মানুষের এখন ভোটের অধিকার নেই। ১৫ বছরে দেশে ৪ কোটি নতুন ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারছে না। দেশে কথা বলারও স্বাধীনতা নেই। দেশ ও জনগণের পক্ষে কথা বললেই খুন অথবা গুম হতে হয়। এ পরিস্থিতি উত্তরণের জন্যই দেশজুড়ে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।’ সংবাদ সম্মেলনে সালাউদ্দিন অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকার চাকরি প্রদানের বেলায় মেধা-যোগ্যতা বিবেচনা না করে দলীয় পরিচয় বিবেচনায় চাকরি দিচ্ছে। সব রকমের যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের অগণিত তরুণ আজ সরকারি চাকরি থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন বঞ্চিত এই তরুণরাই সমাবেশ সফল করে তুলবেন।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বিএনপির তারুণ্যের সমাবেশে যুবলীগের পাল্টা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর