শিল্পকলা একাডেমিতে চলছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। নাচ, গান, আবৃত্তি ও নাটকসহ নানা কার্যক্রম দিয়ে সাজানো হয়েছে ১২ দিনের উৎসবের কার্যক্রম। গতকাল ছিল এই উৎসবের চতুর্থ দিন। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির তিন মিলনায়তন ও বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে একটিসহ মোট চারটি নাটক মঞ্চায়ন হয়। এর মধ্যে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় অনুস্বর প্রযোজিত নাটক ‘রায়মঙ্গল’, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় দেশনাটকের ‘পারাপার’, স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় উত্তরীয় থিয়েটারের নাটক ‘বঙ্গমাতা’ ও মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চায়ন হয় লোক নাট্যদল (বনানী) এর নাটক ‘সুন্দর’। এর আগে বিকালে উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সমস্বর ও সপ্তরেখা শিল্পীগোষ্ঠী, দলীয় আবৃত্তি পরিবেশন করে সংবৃতা আবৃত্তি চর্চা, বিকাশ কেন্দ্র ও মানচিত্র, দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যসুর, পথনাটক পরিবেশন করে রঙ্গপীঠ নাট্যদল। সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, বাংলার ব্রতচারী সংঘ। প্রযোজনা ব্রতচারী নৃত্য ‘বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ’। ১৭ অক্টোবর শেষ হবে এই উৎসব।