ভোলার চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির প্রায় ৮ কেজি ওজনের দুটি উদবিড়াল উদ্ধার করে খালে অবমুক্ত করা হয়েছে। গতকাল দুপুরে উদ্বিড়াল দুটি উপজেলার সুন্দরী খালে অবমুক্ত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন বন বিভাগের বিট কর্মকর্তা আবুল কাশেম মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির ও কাদেরের বাড়ির পুকুরে উদ্বিড়াল দুটি ভাসতে থাকে।
মানুষ দেখলে ডুব দেয়। পুকুরের মালিক উদ্বিড়াল ধরতে জাল দিয়ে ফাঁদ পাতেন। পরে গতকাল জালে বিলুপ্ত প্রজাতির দুটি উদ্বিড়াল ধরা পড়ে। খাঁচায় আটক করে চরফ্যাশন বন বিভাগকে খবর দিলে তারা উদ্বিড়াল দুটি উদ্ধার করে নিয়ে যান। চরফ্যাশন বন বিভাগের বিট কর্মকর্তা আবুল কাশেম জানান, বিলুপ্ত প্রজাতির দুটি উদ্বিড়াল উদ্ধার করে চরফ্যাশন রেঞ্জের পূর্ব পাশে সুন্দরী খালে অবমুক্ত করা হয়েছে। তিনি জানান, এসব ভোদর বা উদ্বিড়াল এখন আর সচরাচর দেখা যায় না। এরা সাধারণত নদী, পুকুর ও জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। এরা ছোট নদীতে ও মানুষের উৎপাতের কারণে লোকালয়ে চলে আসে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        